হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

চৌহালীতে চুরি হওয়া ৪০ শূকর উদ্ধার, গ্রেপ্তার ৫ 

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের চৌহালীতে বাথান থেকে চুরি হওয়া ৪০টি শূকর উদ্ধার করেছে চৌহালী পুলিশ। এ ঘটনায় চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে। 

গতকাল শনিবার সকাল থেকে রাত পর্যন্ত গাজীপুর, নরসিংদী, ঢাকার আশুলিয়ায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ জেলার বিনয়চন্দ্র দাস (৩৮) ও নূর মোহাম্মদ ওরফে নুরু (২৮) ব্রাহ্মণবাড়িয়া জেলার আব্দুল্লাহ আল মামুন ওরফে আব্দুল্লাহ (৩০), মানিকগঞ্জের মোহাম্মদ হান্নান মিয়া ওরফে বাচ্চু মিয়া (৩২) এবং কিশোরগঞ্জের নীলফামারী এলাকার পলাশ চন্দ্র রায় (২৮)। 

চৌহালী থানার ওসি শ্যামল কুমার দত্ত বলেন, গত ১৫ ফেব্রুয়ারি রাতে চৌহালী উপজেলার বাগুটিয়া ইউনিয়নের বিনানইর এলাকায় একটি বাথান থেকে ৪০টি বিভিন্ন বয়সের শূকর চুরি করে ট্রাকে তুলে নিয়ে যায় চোরচক্র। এই অভিযোগের ভিত্তিতে গাজীপুর, নরসিংদী, ঢাকার আশুলিয়ায় অভিযান চালায় পুলিশ। 

অভিযান চলাকালে চোর চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৪০টি শূকর উদ্ধার করা হয়। 

ওসি আরও বলেন, বিনয় চন্দ্র দাসের নামে বিভিন্ন জেলায় আরও আটটি মামলা রয়েছে। এসব মামলায় তিনি গ্রেপ্তার পরোয়ানাভুক্ত আসামি। গ্রেপ্তারকৃতদের আজ রেবাবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা