চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩০ শতাংশ সিলেবাসে পরীক্ষা দেওয়ার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ২০২২ সালের মাধ্যমিক (এসএসসি ও সমমান) পরীক্ষার্থীরা। আজ রোববার সকাল থেকে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিভিন্ন মাদ্রাসা ও উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা। এ সময় উপজেলা শিক্ষা অফিস, শিবগঞ্জ থানা, ডাক বাংলো চত্বরে ঘুরে র্যালি করে তারা।
পরে মানববন্ধনে উপস্থিত ছিল শিবগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়, বালিয়াদিঘী উচ্চ বিদ্যালয়, চাতরা উচ্চ বিদ্যালয়, চককীর্তি উচ্চ বিদ্যালয়, চাঁদপুর দাখিল মাদ্রাসা ও ধোবড়া উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
মোহাম্মদ আলী নামে এক শিক্ষার্থী বলেন, করোনার কারণে ২০২২ সালের এসএসসি ব্যাচের পরীক্ষার্থীরা তেমন কোনো পড়ার সুযোগ পায়নি। এরই মধ্যে শিক্ষাবোর্ড ৩০ শতাংশ সিলেবাস কমিয়েছে। এত কম সময়ে আমাদের পক্ষে বাকি ৭০ শতাংশ সিলেবাস পড়ে শেষ করা সম্ভব নয়। আরও ৪০ শতাংশ কমিয়ে ৩০ শতাংশ সিলেবাসে পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছি।
মোহাম্মদ আলী আরও বলেন, আমরা সিলেবাস কমানোর দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছি। আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে।