হোম > সারা দেশ > রাজশাহী

রাবিতে আর্জেন্টিনার পর এবার ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল

রাবি প্রতিনিধি

গতকাল রোববার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠেছে কাতার বিশ্বকাপ ফুটবলের। এদিন বিশ্বকাপে নিজ দলকে শুভকামনা জানিয়ে আনন্দ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টিনা সমর্থকেরা। এরই ধারাবাহিকতায় আজ সোমবার দুপুরে ‘হেক্সা’ জয়ের মিশনে ব্রাজিলকে শুভকামনা জানিয়ে আনন্দ মিছিল করেছে তাঁরা। 

রোববার আর্জেন্টিনার মিছিলের পরপরই (আজ) সোমবার দুপুর ১টায় আনন্দ মিছিলের ঘোষণা দেয় রাবি শাখা ব্রাজিল ফ্যানস ক্লাব। মিছিলে অংশ নিতে দুপুর সাড়ে ১২টা থেকেই সমর্থকেরা দলে দলে জড়ো হতে থাকেন বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে। পরে দুপুর ১টায় বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি টুকিটাকি চত্বর থেকে শুরু করে প্যারিস রোড ঘুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এতে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ব্রাজিল ফ্যানস ক্লাবের সভাপতি মেহেদী হাসান মিশু বলেন, ‘ব্রাজিল সব সময় চ্যাম্পিয়ন টিম। যখন থেকে বিশ্বকাপ শুরু হয়েছে তখন থেকে ব্রাজিল বিশ্বকাপের মঞ্চে খেলছে। আমরা অবশ্যই মনে প্রাণে বিশ্বাস করি, এবার ব্রাজিল চ্যাম্পিয়ন হবে। যার মাধ্যমে আমাদের হেক্সা মিশন পূর্ণ হবে।’

আনন্দ মিছিলে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন বলেন, ‘নান্দনিক ফুটবলের যদি কোনো দল থাকে, তার নাম ব্রাজিল। মিশন হেক্সা জয়ের উদ্দেশে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমর্থকেরা এক হয়েছি। উদ্দেশ্য একটাই তা হচ্ছে ষষ্ঠ বিশ্বকাপ জয়।’ 

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত