হোম > সারা দেশ > রাজশাহী

রাবিতে আর্জেন্টিনার পর এবার ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল

রাবি প্রতিনিধি

গতকাল রোববার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠেছে কাতার বিশ্বকাপ ফুটবলের। এদিন বিশ্বকাপে নিজ দলকে শুভকামনা জানিয়ে আনন্দ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টিনা সমর্থকেরা। এরই ধারাবাহিকতায় আজ সোমবার দুপুরে ‘হেক্সা’ জয়ের মিশনে ব্রাজিলকে শুভকামনা জানিয়ে আনন্দ মিছিল করেছে তাঁরা। 

রোববার আর্জেন্টিনার মিছিলের পরপরই (আজ) সোমবার দুপুর ১টায় আনন্দ মিছিলের ঘোষণা দেয় রাবি শাখা ব্রাজিল ফ্যানস ক্লাব। মিছিলে অংশ নিতে দুপুর সাড়ে ১২টা থেকেই সমর্থকেরা দলে দলে জড়ো হতে থাকেন বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে। পরে দুপুর ১টায় বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি টুকিটাকি চত্বর থেকে শুরু করে প্যারিস রোড ঘুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এতে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ব্রাজিল ফ্যানস ক্লাবের সভাপতি মেহেদী হাসান মিশু বলেন, ‘ব্রাজিল সব সময় চ্যাম্পিয়ন টিম। যখন থেকে বিশ্বকাপ শুরু হয়েছে তখন থেকে ব্রাজিল বিশ্বকাপের মঞ্চে খেলছে। আমরা অবশ্যই মনে প্রাণে বিশ্বাস করি, এবার ব্রাজিল চ্যাম্পিয়ন হবে। যার মাধ্যমে আমাদের হেক্সা মিশন পূর্ণ হবে।’

আনন্দ মিছিলে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন বলেন, ‘নান্দনিক ফুটবলের যদি কোনো দল থাকে, তার নাম ব্রাজিল। মিশন হেক্সা জয়ের উদ্দেশে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমর্থকেরা এক হয়েছি। উদ্দেশ্য একটাই তা হচ্ছে ষষ্ঠ বিশ্বকাপ জয়।’ 

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে