হোম > সারা দেশ > রাজশাহী

ব্যথা সইতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে ব্যথার কষ্ট সইতে না পেরে লিয়াকত আলী (৫০) নামে একজন আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। আজ রোববার সকালে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। 

গতকাল শনিবার দিবাগত মধ্যরাতে উপজেলার চংধুপইল ইউনিয়নের ঈশ্বরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিয়াকত ঈশ্বরপাড়া গ্রামের মৃত হাসান আলী মহুরীর ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ঈশ্বরপাড়া গ্রামে নিজ বাড়িতে গতকাল শনিবার মধ্যরাতে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধ লিয়াকত আলী আত্মহত্যা করেন। পরে স্থানীয় লোকজন লালপুর থানা-পুলিশকে খবর দিলে সকালে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। 

পরিবারের সদস্যরা জানান, লিয়াকত আলী কৃষি কাজের পাশাপাশি খেজুর গাছের রস সংগ্রহে গাছি হিসেবে জীবিকা নির্বাহ করতেন। এক মাস আগে খেজুর গাছ থেকে পড়ে কোমরে আঘাত পান। বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েও ব্যথা কমেনি। তিনি কষ্টে দিন পার করছিলেন। 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান বলেন, কষ্ট সহ্য করতে না পেরে লিয়াকত আলী আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আয়না লোক ব্যবস্থা নেওয়া হবে।

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত