হোম > সারা দেশ > রাজশাহী

চাচাকে হত্যার মামলায় ভাতিজা গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ীতে চাচাকে হত্যার মামলায় ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম হোসেন আলী (৩৫)। তাঁর বাড়ি গোদাগাড়ীর কাঁকনহাট আমতলী ঝিকড়া গ্রামে। আজ শুক্রবার ভোরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এর আগে বৃহস্পতিবার সকালে হোসেন আলীসহ তাঁর ভাইদের মারধরে মো. ওয়াহেদ (৬০) আলী নামের এক বৃদ্ধ নিহত হন। হোসেন আলী ও তাঁর চাচা ওয়াহেদ আলীর বাড়ি পাশাপাশি। এক বাড়ির পানি অন্যজনের বাড়ির সীমানায় যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষ হয়।

এ ঘটনায় দুই পক্ষের পাঁচজন আহত হন। পরে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ওয়াহেদ আলী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ওয়াহেদ আলীর মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার দিবাগত রাতে পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা করা হয়েছে। এতে ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও তিন-চারজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। 

ওসি আরও জানান, আসামিদের মধ্যে মৃত ওয়াহেদ আলীর ভাতিজা হোসেন আলীকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। সংঘর্ষে তিনিও আহত হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁকে পুলিশের পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি আদালতকে জানানো হয়েছে। সুস্থ হওয়ার পর হোসেনকে কারাগারে পাঠানো হবে। 

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার