হোম > সারা দেশ > নওগাঁ

নিয়ামতপুরে নেশার টাকার জন্য মা-বাবাকে মারধর, যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 

নওগাঁর নিয়ামতপুরে মাদক সেবনের টাকা না পেয়ে জুয়েল (২৮) নামের এক যুবক তাঁর মা-বাবাকে মারধর করেছেন। গতকাল বুধবার রাতে উপজেলা সদরের মুড়িহারি গ্রামের এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাতে জুয়েল নেশার জন্য তাঁর বাবার কাছে টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে মা-বাবাকে বাড়ি থেকে বের করে দেন তিনি। আত্মীয়র বাড়িতে রাতে থাকার পর আজ বৃহস্পতিবার সকালে বাড়ি ফেরেন তাঁর মা-বাবা। এ সময় জুয়েলের হামলার শিকার হয়ে তাঁর মা-বাবা আহত হন।

জুয়েলের বাবা মকবুল হোসেন বলেন, ‘আমার ছেলে নেশায় আসক্ত। নেশার জন্য বউমাকেও মারধর করে। নেশার টাকা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর আক্রমণ করে। তাতে আহত আমার স্ত্রীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এখন ছেলের জন্য আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এ কারণে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।’

তবে জুয়েল দাবি করেন, ‘নেশার টাকার জন্য মা-বাবাকে কিছু বলা হয়নি। পাওনা টাকা না দেওয়ায় অসাবধানতাবশে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।’

এ বিষয়ে জানতে চাইলে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘মা-বাবাকে মারধরের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার