হোম > সারা দেশ > নওগাঁ

নিয়ামতপুরে নেশার টাকার জন্য মা-বাবাকে মারধর, যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 

নওগাঁর নিয়ামতপুরে মাদক সেবনের টাকা না পেয়ে জুয়েল (২৮) নামের এক যুবক তাঁর মা-বাবাকে মারধর করেছেন। গতকাল বুধবার রাতে উপজেলা সদরের মুড়িহারি গ্রামের এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাতে জুয়েল নেশার জন্য তাঁর বাবার কাছে টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে মা-বাবাকে বাড়ি থেকে বের করে দেন তিনি। আত্মীয়র বাড়িতে রাতে থাকার পর আজ বৃহস্পতিবার সকালে বাড়ি ফেরেন তাঁর মা-বাবা। এ সময় জুয়েলের হামলার শিকার হয়ে তাঁর মা-বাবা আহত হন।

জুয়েলের বাবা মকবুল হোসেন বলেন, ‘আমার ছেলে নেশায় আসক্ত। নেশার জন্য বউমাকেও মারধর করে। নেশার টাকা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর আক্রমণ করে। তাতে আহত আমার স্ত্রীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এখন ছেলের জন্য আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এ কারণে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।’

তবে জুয়েল দাবি করেন, ‘নেশার টাকার জন্য মা-বাবাকে কিছু বলা হয়নি। পাওনা টাকা না দেওয়ায় অসাবধানতাবশে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।’

এ বিষয়ে জানতে চাইলে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘মা-বাবাকে মারধরের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা