হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

উল্লাপাড়ায় ১৩ জনের কাছ থেকে পাঁচ হাজার টাকা আদায়

প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) 

কঠোর লকডাউন কার্যকর হওয়ার পর মাত্র ৬ ঘণ্টায় বিধিনিষেধ না মানায় উল্লাপাড়ায় ১৩ জনের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার উল্লাপাড়া পৌর শহরে সকাল থেকে রাস্তায় দু-একটি রিকশা-ভ্যান বের হলেও লোকসমাগম একেবারেই কম ছিল।

এরই মধ্যে উপজেলার বিভিন্ন সড়কে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ বাহিনীর সদস্যদের অভিযান ছিল চোখে পড়ার মতো। এ সময় সরকারি বিধিনিষেধ না মানায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৩ জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকরী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, ‘সরকার ঘোষিত লকডাউন সঠিকভাবে কার্যকর করতে আমরা মাঠে আছি। সাধারণ জনগণের সচেতনতা বৃদ্ধি করতে পাড়া–মহল্লায় গিয়ে হ্যান্ডমাইক দিয়ে প্রচারণা চালানো হচ্ছে।’ 

উপজেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ উপজেলা শহর ও প্রত্যন্ত অঞ্চলে যৌথভাবে টহল দিচ্ছে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করেন এবং দিনমজুর, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী