হোম > সারা দেশ > রাজশাহী

রাণীনগরে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ 

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর রাণীনগর উপজেলার একডালা ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে যাওয়ার পথে বাধা ও হামলার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। উপজেলা বিএনপির আহ্বায়ক রোকনুজ্জামান খান রুকু এ অভিযোগ করেন। হামলায় বিএনপি ও যুবদলের অন্তত ৯ জন আহত হয়েছেন।

তবে সম্মেলনে যেতে বাধা বা হামলার অভিযোগ অস্বীকার করে একডালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম ফটিক বলেন, বিএনপির সম্মেলনের আশে-পাশে আমাদের কোনো লোকজন যায়নি এবং কোথাও কোনো বাধা বা হামলা করেনি। 

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সকাল ৯টা থেকে ইউনিয়ন বিএনপির কাউন্সিল শুরু হয়। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আমজাদ হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুজ্জামান জাপান ও মোসারব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত কাউন্সিলের উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক রোকনুজ্জামান খান রুকু।

প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব বায়েজিদ হোসেন পলাশ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ রেজাউল ইসলাম রেজু, কেন্দ্রীয় তাঁতী দলের যুগ্ন আহবায়ক এছাহক আলী, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মামুনুর রহমান রিপন প্রমুখ।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী