হোম > সারা দেশ > রাজশাহী

একসঙ্গে বিষপান, স্ত্রীর মৃত্যু স্বামী সংকটাপন্ন

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপান করেছেন। এতে স্ত্রীর মৃত্যু হয়েছে। স্বামী আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার বনপাড়া পৌর এলাকার হালদার পাড়ায় এ ঘটনা ঘটে। 

গৃহবধূর নাম বিথীর বেগম (২৬) ও হাসাপাতালে চিকিৎসাধীন তাঁর স্বামী ফারুক হোসেন (৩৪)। তাঁরা উপজেলার কালিকাপুর গ্রামের বাসিন্দা। 

বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন জানান, ফারুক হোসেন তাঁর দ্বিতীয় স্ত্রীকে নিয়ে হালদার পাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সেখানে তাঁরা একসঙ্গে বিষ পান করে কালিকাপুর যাওয়ার পথে মাটিতে পড়ে যান। স্থানীয়রা উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে স্ত্রীর মৃত্যু হয়। আর স্বামী ফারুক হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ ঘটনায় বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, ‘ফারুখ হোসেনের দুটি সংসার। তিনি ছোট স্ত্রীকে নিয়ে আলাদা ভাড়া বাসায় বসবাস করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে এমন ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক