হোম > সারা দেশ > রাজশাহী

একসঙ্গে বিষপান, স্ত্রীর মৃত্যু স্বামী সংকটাপন্ন

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপান করেছেন। এতে স্ত্রীর মৃত্যু হয়েছে। স্বামী আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার বনপাড়া পৌর এলাকার হালদার পাড়ায় এ ঘটনা ঘটে। 

গৃহবধূর নাম বিথীর বেগম (২৬) ও হাসাপাতালে চিকিৎসাধীন তাঁর স্বামী ফারুক হোসেন (৩৪)। তাঁরা উপজেলার কালিকাপুর গ্রামের বাসিন্দা। 

বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন জানান, ফারুক হোসেন তাঁর দ্বিতীয় স্ত্রীকে নিয়ে হালদার পাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সেখানে তাঁরা একসঙ্গে বিষ পান করে কালিকাপুর যাওয়ার পথে মাটিতে পড়ে যান। স্থানীয়রা উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে স্ত্রীর মৃত্যু হয়। আর স্বামী ফারুক হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ ঘটনায় বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, ‘ফারুখ হোসেনের দুটি সংসার। তিনি ছোট স্ত্রীকে নিয়ে আলাদা ভাড়া বাসায় বসবাস করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে এমন ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে