হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় ছোট ভাইয়ের স্ত্রী ও ভাইপোর মারধরে বৃদ্ধ নিহত

বগুড়া প্রতিনিধি

প্রতীকী ছবি

বগুড়ায় ছোট ভাইয়ের স্ত্রী ও ভাইপোর মারধরে দুলু প্রামাণিক (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হওয়ার অভিযোগ উঠেছে। আজ রোববার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

দুলু প্রামাণিক বগুড়া পৌর এলাকার ডাকুরচক মধ্যপাড়ার এলাকার মৃত অফির উদ্দিনের ছেলে। মারধরে দুলুর মৃত্যু হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন।

ওসি মঈনুদ্দিন জানান, বাড়ির পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণ নিয়ে ছোট ভাই বাবলু প্রামাণিকের সঙ্গে বিরোধ চলছিল দুলু প্রামাণিকের। গত ২০ জানুয়ারি দুপুরে বিরোধের জেরে বাবলু প্রামাণিকের স্ত্রী মোরশেদা বেগম ও ছেলে ইমরান প্রামাণিক দুলু প্রামাণিককে মারধর করেন। এক পর্যায় তিনি ড্রেনে পড়ে গিয়ে বুকে ও মাথায় আঘাতপ্রাপ্ত হন। তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকালে তিনি মারা যান।

ওসি মঈনুদ্দিন বলেন, দুলু প্রামাণিকের মৃত্যুর সংবাদ পেয়ে তাঁর ছোট ভাই বাবলু প্রামাণিক বাড়িতে তালা দিয়ে স্ত্রী-সন্তান নিয়ে আত্মগোপনে গেছেন। তাঁদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার