হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় ছোট ভাইয়ের স্ত্রী ও ভাইপোর মারধরে বৃদ্ধ নিহত

বগুড়া প্রতিনিধি

প্রতীকী ছবি

বগুড়ায় ছোট ভাইয়ের স্ত্রী ও ভাইপোর মারধরে দুলু প্রামাণিক (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হওয়ার অভিযোগ উঠেছে। আজ রোববার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

দুলু প্রামাণিক বগুড়া পৌর এলাকার ডাকুরচক মধ্যপাড়ার এলাকার মৃত অফির উদ্দিনের ছেলে। মারধরে দুলুর মৃত্যু হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন।

ওসি মঈনুদ্দিন জানান, বাড়ির পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণ নিয়ে ছোট ভাই বাবলু প্রামাণিকের সঙ্গে বিরোধ চলছিল দুলু প্রামাণিকের। গত ২০ জানুয়ারি দুপুরে বিরোধের জেরে বাবলু প্রামাণিকের স্ত্রী মোরশেদা বেগম ও ছেলে ইমরান প্রামাণিক দুলু প্রামাণিককে মারধর করেন। এক পর্যায় তিনি ড্রেনে পড়ে গিয়ে বুকে ও মাথায় আঘাতপ্রাপ্ত হন। তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকালে তিনি মারা যান।

ওসি মঈনুদ্দিন বলেন, দুলু প্রামাণিকের মৃত্যুর সংবাদ পেয়ে তাঁর ছোট ভাই বাবলু প্রামাণিক বাড়িতে তালা দিয়ে স্ত্রী-সন্তান নিয়ে আত্মগোপনে গেছেন। তাঁদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়