হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় ছোট ভাইয়ের স্ত্রী ও ভাইপোর মারধরে বৃদ্ধ নিহত

বগুড়া প্রতিনিধি

প্রতীকী ছবি

বগুড়ায় ছোট ভাইয়ের স্ত্রী ও ভাইপোর মারধরে দুলু প্রামাণিক (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হওয়ার অভিযোগ উঠেছে। আজ রোববার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

দুলু প্রামাণিক বগুড়া পৌর এলাকার ডাকুরচক মধ্যপাড়ার এলাকার মৃত অফির উদ্দিনের ছেলে। মারধরে দুলুর মৃত্যু হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন।

ওসি মঈনুদ্দিন জানান, বাড়ির পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণ নিয়ে ছোট ভাই বাবলু প্রামাণিকের সঙ্গে বিরোধ চলছিল দুলু প্রামাণিকের। গত ২০ জানুয়ারি দুপুরে বিরোধের জেরে বাবলু প্রামাণিকের স্ত্রী মোরশেদা বেগম ও ছেলে ইমরান প্রামাণিক দুলু প্রামাণিককে মারধর করেন। এক পর্যায় তিনি ড্রেনে পড়ে গিয়ে বুকে ও মাথায় আঘাতপ্রাপ্ত হন। তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকালে তিনি মারা যান।

ওসি মঈনুদ্দিন বলেন, দুলু প্রামাণিকের মৃত্যুর সংবাদ পেয়ে তাঁর ছোট ভাই বাবলু প্রামাণিক বাড়িতে তালা দিয়ে স্ত্রী-সন্তান নিয়ে আত্মগোপনে গেছেন। তাঁদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

ভেকু দিয়ে যুবক হত্যায় আরও একজন গ্রেপ্তার, এখনো অধরা বিএনপি নেতারা

রাজশাহীতে কলার হাটে উল্টে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’

নাগরিকত্ব ছেড়ে যুক্তরাজ্যপ্রবাসীর মনোনয়নপত্র দাখিল, হলফনামায় নেই স্বাক্ষর

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল