হোম > সারা দেশ > রাজশাহী

সড়কের পাশে অচেতন অবস্থায় পড়ে ছিলেন ৬ ব্যক্তি

 নওগাঁ প্রতিনিধি

অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি ছয় ব্যক্তি। ছবি: আজকের পত্রিকা

নওগাঁ সদরের বরুনকান্দি এলাকা থেকে ছয়জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যায়। তবে দুপুর পর্যন্ত তাঁদের জ্ঞান ফেরেনি। তাই নাম-পরিচয় জানা যায়নি।

নওগাঁ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) হারুন রশিদ জানান, শহরের বাইপাস এলাকার একটি গ্যাস পাম্পের পাশ থেকে ছয় ব্যক্তিকে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাঁদের মধ্যে একজন অস্পষ্টভাবে জানিয়েছেন, তাঁরা হেমায়েতপুর থেকে ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কলা, পানি ও রুটি খাওয়ার পর থেকে তাঁরা কিছু মনে করতে পারছেন না। তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে।

পুলিশের ধারণা, তাঁরা অজ্ঞান পার্টির খপ্পরে পড়তে পারেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং শহরের বাইপাস এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে নওগাঁ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. আবু জার গাফফার বলেন, ‘রোগীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আমাদের চিকিৎসকেরা তাঁদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন।’

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার