সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পানিতে ডুবে রাইয়ান (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২৭ জুলাই দুপুরে উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের বড়পাঙ্গাসী গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রাইয়ান উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের বড় পাঙ্গাসী গ্রামের সাইফুল ইসলামের ছেলে। সে বাবা মার সঙ্গে ঢাকায় বসবাস করে এবং ২০২১ সালে এসএসসি পরীক্ষার্থী ছিল।
ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে গ্রামের বাড়িতে আসে রাইয়ান। আজ দুপুরে বন্ধুদের সঙ্গে বর্ষার পানিতে নৌকা নিয়ে ঘুরতে গিয়ে গোসল করতে নামলে পানিতে ডুবে যায়।
তখন থেকেই রাইয়ানের বন্ধুরা খোঁজাখুঁজি শুরু করে। পরে স্বজনেরা খবর পেয়ে তাঁকে গভীর পানি থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য উল্লাপাড়ার ৩০ শয্যা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবির লিটন জানান, কিশোর রাইয়ান সাঁতার না জানার কারণে পানিতে ডুবে মারা গেছে। রাইয়ানের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।