হোম > সারা দেশ > রাজশাহী

চাঁদাবাজির অভিযোগে বিএনপির সাবেক মেয়রকে শোকজ

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুরে বেপরোয়া চাঁদাবাজি, দোকানপাট দখল ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির নেতা ও সাবেক পৌর মেয়র সাইদুর রহমান মন্টুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা বিএনপি। মন্টু জেলা বিএনপির সদস্য ও দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। 

গতকাল সোমবার রাতে রাজশাহী জেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাঁকে শোকজের বিষয়টি জানানো হয়। 
 
নোটিশে বলা হয়, গত ৩১ আগস্ট জেলা বিএনপির কাছে দুর্গাপুর পৌরসভা বিএনপি কমিটি সাবেক পৌর মেয়র সাইদুর রহমান মন্টুর বিরুদ্ধে অভিযোগ আসে। এতে বলা হয়, সাবেক মেয়র সাইদুর রহমান মন্টুর ছত্রচ্ছায়ায় কিছু যুবক দুর্গাপুর পৌর ও উপজেলায় চাঁদাবাজি, দোকানপাট দখলসহ নানা অপকর্মে লিপ্ত রয়েছেন। 

এ সংগঠিত কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র পরিপন্থী হওয়ায় কেন সাইদুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না, সেটি এই নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে। 

এ বিষয়ে সাইদুর রহমান মন্টুকে মোবাইল ফোনে কল দেওয়া হলে তাঁর মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। 

রাজশাহী জেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার বলেন, মন্টুর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে জেলা কমিটির নেতারা বসে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর