হোম > সারা দেশ > রাজশাহী

বড়াইগ্রামে ভটভটি ও ইট ভাঙানো মেশিনবাহী গাড়ির সংঘর্ষ, নিহত ১

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি ও ইট ভাঙানো মেশিন বহন করা গাড়ির সংঘর্ষে ভুগোল বিহারী (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সারে ৭টার দিকে রাজাপুর-জোনাইল আঞ্চলিক সড়কের গোপালপুর মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ভুগোল বিহারী গোপালপুর উত্তরপাড়া গ্রামের রহিম মিয়ার ছেলে। তিনি পেশায় ইট ভাঙানোর মিস্ত্রি। আহতরা হলেন উপজেলার গোপালপুর উত্তরপাড়া গ্রামের নিশান আহম্মেদ (১৮), আকিজ উদ্দিন (২৫), লিটন হোসেন (২৪), রিন্টু আলী (২৬) ও দাসগ্রাম গ্রামে আব্দুল মমিন (২৮)। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভুগোল বিহারীসহ আহতরা ইট ভাঙানোর কাজ শেষ করে বাড়িতে ফিরছিলেন। জোনাইল থেকে আসা ধান বোঝাই শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির সঙ্গে গোপালপুর মসজিদের সামনে ইটভাঙ্গানো গাড়িটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভুগোল বিহারী নিহত ও পাঁচজন আহত হন। আহতদের উদ্ধার করে রাজাপুর বাজারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বড়াইগ্রাম থানার পরিদর্শক শফিউল আযম বলেন, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

ভেকু দিয়ে যুবক হত্যায় আরও একজন গ্রেপ্তার, এখনো অধরা বিএনপি নেতারা

রাজশাহীতে কলার হাটে উল্টে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’