রাজশাহীর গোদাগাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় আলিফ হোসেন (৩৫) নামের এক সাইকেলচালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ী উপজেলার সাড়ইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ কাভার্ড ভ্যানের চালককে আটক করেছে।
নিহত সাইকেল আরোহী আলিফ হোসেন উপজেলার শেখপুর কুমরপুর এলাকার সাজিদ হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আলিফ হোসেন সাইকেলে চেপে রাজশাহীতে কাজের জন্য যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে একটি কাভার্ড ভ্যান আসছিল। সাড়ইল এলাকায় কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল আরোহীকে চাপা দেয়। তাতে ঘটনাস্থলেই আরোহীর মৃত্যু হয়।
এ বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন আজকের পত্রিকাকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।