হোম > সারা দেশ > রাজশাহী

রাবিতে ভর্তি পরীক্ষা দিতে এসে হারিয়ে যাওয়া শিক্ষার্থীকে উদ্ধার করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

মাগুরা থেকে মায়ের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে এসে হারিয়ে যাওয়া এক শিক্ষার্থীকে উদ্ধার করে তাঁর মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। আজ বুধবার সকালে রাবির শেখ রাসেল মডেল স্কুল কেন্দ্রে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে মায়ের সঙ্গে আসেন মহুয়া নামের এই শিক্ষার্থী।

আরএমপির মুখপাত্র পুলিশের অতিরিক্ত উপকমিশনার জামিরুল ইসলাম বলেন, আজ বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা ছিল। মহুয়া তাঁর মোবাইল ফোনটি মায়ের কাছে রেখে পরীক্ষা কেন্দ্রে ঢোকেন। মহুয়ার মা মেয়ের জন্য পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষা করতে থাকেন।

জামিরুল ইসলাম বলেন, সকাল ১০টায় পরীক্ষা শেষ হলে হাজারো শিক্ষার্থীর মাঝে গভীর উদ্বেগ নিয়ে মহুয়ার মা মেয়েকে খুঁজতে থাকেন। সময় গড়িয়ে গেলেও মেয়েকে খুঁজে না পেয়ে তিনি চিন্তিত হয়ে পড়েন। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরএমপির কন্ট্রোল রুমে হাজির হয়ে মেয়েকে খুঁজে পেতে আকুতি জানান। এমন পরিস্থিতিতে কন্ট্রোল রুমে উপস্থিত উপকমিশনার মধুসূদন রায় তাঁকে সান্ত্বনা দেন এবং মেয়েকে খুঁজে দেওয়ার আশ্বাস দেন।

পুলিশের অতিরিক্ত উপকমিশনার বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরএমপির কন্ট্রোল রুমে থেকে বেতারযন্ত্রের মাধ্যমে মহুয়াকে খুঁজে বের করার জন্য সব স্টেশনকে জানানো হয়। ডিউটির ফাঁকে মহুয়াকে খুঁজতে থাকে পুলিশ। অনেক খোঁজাখুঁজির পর মহুয়াকে পেয়ে মায়ের কাছে পৌঁছে দেওয়া হয়।

মেয়েকে ফিরে পেয়ে মহুয়ার মা বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত। এত মানুষের মাঝে এত দ্রুত সময়ে মেয়েকে পুলিশ খুঁজে দেবে ভাবতে পারিনি। কিন্তু পুলিশ আমার মেয়েকে খুঁজে বের করে দিয়েছে। এ জন্য আমি পুলিশের কাছে কৃতজ্ঞ।’

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে