হোম > সারা দেশ > রাজশাহী

পথচারীদের জন্য মাস্ক নিয়ে বসে আছে পুলিশ

প্রতিনিধি, রাজশাহী

অনেকে এখনো বাড়ি থেকে মাস্ক নিয়ে বের হতে ভুলে যান। আবার বাড়ি থেকে নিয়ে এলেও কারও মাস্ক হয়তো ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায়। রাজশাহীতে এমন পথচারীদের জন্য রাস্তার মোড়ে মাস্ক নিয়ে বসে আছে পুলিশ। মহানগরীর প্রাণকেন্দ্র সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় একটি বুথ স্থাপন করে মাস্ক বিতরণ করা হচ্ছে।

করোনা মহামারিতে সর্বসাধারণের জন্য রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) এ উদ্যোগ নিয়েছে। এই বুথে গেলেই পুলিশ হাতে তুলে দিচ্ছে একটি করে সার্জিক্যাল মাস্ক। সব সময়ই বুথে থাকছেন পুলিশ সদস্যরা।

আজ মঙ্গলবার সকালে আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক প্রধান অতিথি হিসেবে এই বুথের উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, করোনা থেকে বাঁচতে হলে মাস্কের বিকল্প নেই। চলার পথে মাস্কের প্রয়োজন হলে, বাড়ি থেকে মাস্ক নিয়ে বের হতে ভুলে গেলে কিংবা ব্যবহৃত মাস্ক নষ্ট হয়ে গেলে এই বুথ থেকে বিনা মূল্যে মাস্ক সংগ্রহ করতে পারবেন যে কেউ। সাধারণ মানুষের কথা চিন্তা করে তাঁরা এই বুথ চালু করলেন।

বুথ উদ্বোধনের সময় আরএমপির উপ–পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেন, অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার (বোয়ালিয়া) তৌহিদুল আরিফসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার