হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

পুলিশ বাদী মামলার ৬ দিনেও গ্রেপ্তার হয়নি ছাত্রলীগ, যুবলীগ নেতা–কর্মী

সিরাজগঞ্জ প্রতিনিধি

রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানায় দায়ের করা পুলিশের মামলায় ৬ দিনেও গ্রেপ্তার হয়নি ছাত্রলীগ-যুবলীগ নেতা–কর্মীরা। রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার অভিযোগে গত ৩০ এপ্রিল দুপুরে উল্লাপাড়া মডেল থানায় উপপরিদর্শক (তদন্ত) এনামুল হক বাদী হয়ে উল্লাপাড়া উপজেলা লীগের ৬ নেতার নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। 

মামলায় এজাহারভুক্ত আসামিরা হলেন—উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মনসুর, শাওন ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি জাকির, যুবলীগের সদস্য সুমন, সানি, সবুজ। 

পুলিশ বলছে, গত ২৭ এপ্রিল রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর বাজারে দোকানের সামনে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে দোকানদার ও ছাত্রলীগের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-মাহমুদ সরকার, যুগ্ম সম্পাদক জাকির, ছাত্রলীগ নেতা শাওন, মনসুর গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার্থে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের নেতা–কর্মীরা পুলিশের কাজে বাধা দেয়। এ অভিযোগে পুলিশ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। 

তবে মামলা দায়েরের ৬ দিন অতিবাহিত হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ছাত্রলীগের নেতা-কর্মী ও ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা কাজে বাধা প্রদানের অভিযোগে পুলিশ বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এখন পর্যন্ত মামলার এজাহারভুক্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। 

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক