হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

পুলিশ বাদী মামলার ৬ দিনেও গ্রেপ্তার হয়নি ছাত্রলীগ, যুবলীগ নেতা–কর্মী

সিরাজগঞ্জ প্রতিনিধি

রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানায় দায়ের করা পুলিশের মামলায় ৬ দিনেও গ্রেপ্তার হয়নি ছাত্রলীগ-যুবলীগ নেতা–কর্মীরা। রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার অভিযোগে গত ৩০ এপ্রিল দুপুরে উল্লাপাড়া মডেল থানায় উপপরিদর্শক (তদন্ত) এনামুল হক বাদী হয়ে উল্লাপাড়া উপজেলা লীগের ৬ নেতার নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। 

মামলায় এজাহারভুক্ত আসামিরা হলেন—উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মনসুর, শাওন ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি জাকির, যুবলীগের সদস্য সুমন, সানি, সবুজ। 

পুলিশ বলছে, গত ২৭ এপ্রিল রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর বাজারে দোকানের সামনে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে দোকানদার ও ছাত্রলীগের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-মাহমুদ সরকার, যুগ্ম সম্পাদক জাকির, ছাত্রলীগ নেতা শাওন, মনসুর গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার্থে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের নেতা–কর্মীরা পুলিশের কাজে বাধা দেয়। এ অভিযোগে পুলিশ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। 

তবে মামলা দায়েরের ৬ দিন অতিবাহিত হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ছাত্রলীগের নেতা-কর্মী ও ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা কাজে বাধা প্রদানের অভিযোগে পুলিশ বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এখন পর্যন্ত মামলার এজাহারভুক্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। 

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা