হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

পুলিশ বাদী মামলার ৬ দিনেও গ্রেপ্তার হয়নি ছাত্রলীগ, যুবলীগ নেতা–কর্মী

সিরাজগঞ্জ প্রতিনিধি

রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানায় দায়ের করা পুলিশের মামলায় ৬ দিনেও গ্রেপ্তার হয়নি ছাত্রলীগ-যুবলীগ নেতা–কর্মীরা। রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার অভিযোগে গত ৩০ এপ্রিল দুপুরে উল্লাপাড়া মডেল থানায় উপপরিদর্শক (তদন্ত) এনামুল হক বাদী হয়ে উল্লাপাড়া উপজেলা লীগের ৬ নেতার নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। 

মামলায় এজাহারভুক্ত আসামিরা হলেন—উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মনসুর, শাওন ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি জাকির, যুবলীগের সদস্য সুমন, সানি, সবুজ। 

পুলিশ বলছে, গত ২৭ এপ্রিল রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর বাজারে দোকানের সামনে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে দোকানদার ও ছাত্রলীগের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-মাহমুদ সরকার, যুগ্ম সম্পাদক জাকির, ছাত্রলীগ নেতা শাওন, মনসুর গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার্থে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের নেতা–কর্মীরা পুলিশের কাজে বাধা দেয়। এ অভিযোগে পুলিশ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। 

তবে মামলা দায়েরের ৬ দিন অতিবাহিত হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ছাত্রলীগের নেতা-কর্মী ও ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা কাজে বাধা প্রদানের অভিযোগে পুলিশ বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এখন পর্যন্ত মামলার এজাহারভুক্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। 

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর