হোম > সারা দেশ > রাজশাহী

পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটি, বন্ধুর হাতে বন্ধু খুন 

নাটোর প্রতিনিধি

নাটোর পৌরসভার মল্লিকহাটি এলাকায় পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটির জেরে আলিফ হোসেন নামে এক যুবকের কোপে শাওন মন্ডল (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মল্লিকহাটি ঈদগাহ মাঠ মোড়ে একটি খাবার হোটেলে এ ঘটনা ঘটে। 

নিহত শাওন ওই এলাকার দেলু মন্ডলের ছেলে। শাওন রাজমিস্ত্রি কাজ করতেন। আলিফের কাছে পাওনা ৫০০ টাকা চাইতে গিয়ে ঘটনাটি ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও খাবার হোটেল মালিক হাসিনা বেগম জানান, সকাল সাড়ে ১০টার দিকে প্রথমে আলিফ ও পরে শাওন তাঁর হোটেলে নাশতার জন্য আসেন। তাঁরা মুখোমুখি একই টেবিলে বসে খাবারের জন্য অপেক্ষা করছিলেন এবং টুকটাক কথাবার্তা বলছিলেন। হঠাৎ করেই তাঁরা দুজন ৫০০ টাকা ভাগাভাগি নিয়ে কথা-কাটাকাটি শুরু করেন। একপর্যায়ে তাঁরা হোটেল থেকে উঠে যাওয়ার সময় শাওন আলিফকে চোর সম্বোধন করলে আলিফ ক্ষিপ্ত হয়ে তার সঙ্গে থাকা হাসুয়া দিয়ে শাওনের ঊরুতে কোপ দেন। মুহূর্তের মাটিতে লুটিয়ে পড়েন তিনি। 

এ ঘটনার পর গুরুতর আহত অবস্থায় শাওনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুরে তাঁর মৃত্যু হয়। 

শাওনের প্রতিবেশীরা জানান, শাওন ও আলিফ দীর্ঘদিনের বন্ধু। তারা একই সঙ্গে চলতেন ফিরতেন। দিন শেষে রাজমিস্ত্রি শাওন ও রিকশাচালক আলিফ একত্রে আড্ডা দিতেন। তবে তাঁরা উভয়ের মাদকাসক্ত ছিলেন। 

এ বিষয়ে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, ঘটনার পর থেকে আলিফ পলাতক রয়েছেন। তাঁকে ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে। এখনো শাওনের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়নি। 

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার