হোম > সারা দেশ > রাজশাহী

সাড়ে ৫ হাজার লিটার মজুত তেল জব্দ করে আগের দামে বিক্রি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি প্রতিরোধে বগুড়ার শেরপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা হয় ৫ হাজার ৬৭৬ লিটার মজুত সয়াবিন তেল। গতকাল মঙ্গলবার পৌর শহরের কর্মকারপাড়ায় বাজার এলাকার দুই ভাই ট্রেডার্সের গুদাম থেকে এই তেল উদ্ধার করা হয়। আজ বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে উদ্ধারকৃত তেলগুলো বোতলের গায়ের দামে বিক্রি করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমীন।

জানা যায়, মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালত পৌর শহরের কর্মকারপাড়ায় বাজার মনিটরিংয়ে বের হন। এ সময় দুই ভাই ট্রেডার্সের গুদামে ৫ হাজার ৬৭৬ লিটার সয়াবিন তেলের সন্ধান মেলে। কিছুদিন আগে মজুত করার উদ্দেশ্যে তেলগুলো কেনা হয়। বোতলের গায়ে পূর্বের দাম লেখা থাকায় তেলগুলো জব্দ করা হয় এবং পূর্বের বাজারদরে বিক্রির নির্দেশ দেওয়া হয়। আদালতের নির্দেশ অনুযায়ী আজ দুপুরে এসব তেল উপজেলা পরিষদ চত্বরে আনা হয়। এ সময় স্থানীয় জনগণ পূর্বের ১৬০ টাকা লিটার দরে তা ক্রয় করেন।

শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমীন বলেন, ‘আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।’ 

এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম বলেন, ‘যেহেতু তেলগুলো জব্দ করে পূর্বের দামে বিক্রি করা হচ্ছে, তাই বাজেয়াপ্ত বা জরিমানা করা হয়নি। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে জনগণ ন্যায্য দামে তেল কিনতে পারছেন। মজুতদারি প্রতিরোধে নিয়মিত বাজার মনিটরিং করা হবে।’ 

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর