গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন ‘এই সরকারের জমিদারি আর চলবে না। অচিরেই জনগণের আন্দোলনের মাধ্যমে পতন ঘটানো হবে। দেশের টাকা বিদেশে পাচার করে মানুষের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে এই সরকার।’
আজ সোমবার বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় গণতন্ত্র মঞ্চের এক পথ সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সরকার বাংলাদেশ ব্যাংক থেকে নতুন করে ৫০ হাজার কোটি টাকা বাজারে ছেড়েছে। এর ফলে দেশের অর্থনীতিতে আরও বেশি বিরূপ প্রভাব পড়বে।’
উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন–বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম, ভাসানী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী প্রমুখ।