হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

বাবার সামনে অটোরিকশার চাপায় প্রাণ গেল স্কুলছাত্রের

সিরাজগঞ্জ প্রতিনিধি

বাবার সামনে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় সিফাত রহমান (৮) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ অটোরিকশাটি জব্দ করলেও চালক পালিয়েছেন।

আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার বাহির গোলা মহল্লার পাঠশালা স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিফাত সদর উপজেলা খোকশাবাড়ী গ্রামের আব্দুল আল মামুনের ছেলে ও পাঠশালা স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও সিএনজিচালিত অটোরিকশার টোল সংগ্রহকারী জুলহাস সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল আটটার দিকে ওই শিশুকে তার বাবা স্কুলের উল্টো দিকের রাস্তায় নামায়ে দিয়ে দাঁড়িয়ে ছিল। পরে শিশুটি রাস্তা পার হওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। শিশুটি এখানেই পড়ে গিয়ে মাথা থেঁতলে যায়। সেখানেই মারা যায়।’

পুলিশ ও নিহতের পরিবার বলছে, সকালে বাড়ি থেকে বাবার সঙ্গে মোটরসাইকেলযোগে পৌর এলাকার বাহির গোলা পাঠশালা স্কুলে যাচ্ছিল শিশু সিফাত। স্কুলের সামনে পৌঁছে রাস্তা পার হচ্ছিল সে। এ সময় ব্যাটারিচালিত একটি অটোরিকশা সিফাতকে ধাক্কা দেয়। এতে দুর্ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির আজকের পত্রিকাকে জানান, খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এই ঘটনায় অটোরিকশাটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়। অটোরিকশার ধাক্কায় সিফাত রহমান নামের স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। 

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা