বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদে যোগ দিয়েছেন বগুড়ার ১৩ জন নেতা-কর্মী। আজ শুক্রবার বিকেলে শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত এক অনুষ্ঠানে তাঁরা আনুষ্ঠানিকভাবে নতুন সংগঠনে যোগ দেন।
পদত্যাগ করে যোগ দেওয়া নেতা-কর্মীদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি জাকারিয়া ইসলাম, সাংগঠনিক সম্পাদক সৈকত আলী, শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি মারুফ হোসেন তামিম, নন্দীগ্রাম উপজেলার সভাপতি গৌরব সরকার কাজল ও আজিজুল হক কলেজ শাখার যুগ্ম সদস্যসচিব আফ্রিদি হাসান। অনুষ্ঠানে সদ্য পদত্যাগকারী নেতাদের পাশাপাশি ছাত্রসংসদের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
নতুনভাবে ছাত্রসংসদে যুক্ত হওয়া নেতা-কর্মীরা বলেন, ‘ছাত্র অধিকার পরিষদ একটি লেজুড়বৃত্তিক সংগঠন। সেখানে আমাদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ ছিল না। গণতান্ত্রিক ছাত্রসংসদ একটি স্বতন্ত্র সংগঠন, এখানে আমরা নেতৃত্ব ও গণতন্ত্রচর্চার সুযোগ পাব বলে আশা করি।’
গণতান্ত্রিক ছাত্রসংসদের বগুড়া জেলা সংগঠক এ এম জেড শাহরিয়ার নবাগতদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘তাঁরা ছাত্রসংসদে যোগ দিয়ে নিজেদের দক্ষতা ও নেতৃত্বের প্রতিফলন ঘটাবেন, এটিই আশা করি।’
এ বিষয়ে ছাত্র অধিকার পরিষদ বগুড়া জেলা কমিটির সভাপতি মিজানুর রহমান পলাশ বলেন, ‘গুটিকয়েক নেতা-কর্মী অন্য দলে যোগ দিলেও সংগঠনের ওপর কোনো প্রভাব পড়বে না। তবে তাদের কিছু অবদান ছিল, সেটা আমরা স্বীকার করি।’