হোম > সারা দেশ > রাজশাহী

ছাত্র অধিকার পরিষদের ১৩ নেতা-কর্মীর ছাত্রসংসদে যোগদান

বগুড়া প্রতিনিধি

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদে যোগ দিয়েছেন বগুড়ার ১৩ জন নেতা-কর্মী। আজ শুক্রবার বিকেলে শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত এক অনুষ্ঠানে তাঁরা আনুষ্ঠানিকভাবে নতুন সংগঠনে যোগ দেন।

পদত্যাগ করে যোগ দেওয়া নেতা-কর্মীদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি জাকারিয়া ইসলাম, সাংগঠনিক সম্পাদক সৈকত আলী, শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি মারুফ হোসেন তামিম, নন্দীগ্রাম উপজেলার সভাপতি গৌরব সরকার কাজল ও আজিজুল হক কলেজ শাখার যুগ্ম সদস্যসচিব আফ্রিদি হাসান। অনুষ্ঠানে সদ্য পদত্যাগকারী নেতাদের পাশাপাশি ছাত্রসংসদের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

নতুনভাবে ছাত্রসংসদে যুক্ত হওয়া নেতা-কর্মীরা বলেন, ‘ছাত্র অধিকার পরিষদ একটি লেজুড়বৃত্তিক সংগঠন। সেখানে আমাদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ ছিল না। গণতান্ত্রিক ছাত্রসংসদ একটি স্বতন্ত্র সংগঠন, এখানে আমরা নেতৃত্ব ও গণতন্ত্রচর্চার সুযোগ পাব বলে আশা করি।’

গণতান্ত্রিক ছাত্রসংসদের বগুড়া জেলা সংগঠক এ এম জেড শাহরিয়ার নবাগতদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘তাঁরা ছাত্রসংসদে যোগ দিয়ে নিজেদের দক্ষতা ও নেতৃত্বের প্রতিফলন ঘটাবেন, এটিই আশা করি।’

এ বিষয়ে ছাত্র অধিকার পরিষদ বগুড়া জেলা কমিটির সভাপতি মিজানুর রহমান পলাশ বলেন, ‘গুটিকয়েক নেতা-কর্মী অন্য দলে যোগ দিলেও সংগঠনের ওপর কোনো প্রভাব পড়বে না। তবে তাদের কিছু অবদান ছিল, সেটা আমরা স্বীকার করি।’

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী