হোম > সারা দেশ > রাজশাহী

বাগাতিপাড়ায় জমি নিয়ে বিরোধে মারামারি, আহত ১২ 

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় জমিসংক্রান্ত বিরোধে মামাতো-ফুপাতো ভাইদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের প্রায় ১২ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার কসবে মালঞ্চি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে শামসুল ইসলাম ও আজবাহার আলীর পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। সেই জেরে গতকাল সকালে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এতে শামসুল ইসলাম (৪০), তাঁর ছেলে এমরাদ মাহমুদ (১৫), মাসুদ রানা (৩৮), মারুফা খাতুন (৩০), রিয়াজুল ইসলাম (৫০), রায়হানুল ইসলাম (৩৮), সাবিউল করিম (৬০), ঝুমুর খাতুন (৩০), শামীম (৫৮), মিতা খাতুন (৩০), আজবাহার আলী (৭০) ও মোজাহার আলী (৬০) আহত হন। স্বজনেরা প্রথমে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

বাগাতিপাড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, আহত ১২ জন হাসপাতালে এসেছিলেন। এর মধ্যে দুজন এখনো ভর্তি আছেন এবং দুজনের জখম গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। 

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার