হোম > সারা দেশ > রাজশাহী

নওগাঁয় স্ত্রী হত্যার দায়ে বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার দুপুরে নওগাঁর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় দেন।

জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত ওই ব্যক্তি হলেন—লুবিন বাস্কে (৭৫)। তিনি ধামুইরহাট উপজেলার ভেড়ম সোনদিঘী আদিবাসীপাড়া গ্রামের বাসিন্দা।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আসামি লুবিন বাস্কের সঙ্গে তাঁর স্ত্রী মালতী রানীর (৫৫) পারিবারিক কলহ চলছিল। এরই জের ধরে ২০২১ সালের ২৮ ডিসেম্বর বিকেলে লুবিন তাঁর স্ত্রীকে বাঁশের লাঠি দিয়ে উপর্যুপরি আঘাত করে। এতে ঘটনাস্থলেই মালতী রানীর মৃত্যু হয়।

এ ঘটনার পরদিন লুবিনের বড় ভাইয়ের স্ত্রী শ্যামলী মুর্মু বাদী হয়ে ধামুইরহাট থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০২২ সালের ২৪ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। রাষ্ট্রপক্ষের ১৪ জন সাক্ষীর মধ্যে ৯ জন সাক্ষী আদালতে হাজির হয়ে সাক্ষ্য দেন।

রাষ্ট্র ও আসামিপক্ষের দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে লুবিনের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। একই সঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুল খালেক। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী এস এম মর্তুজা মাহতাব উদ্দিন।

এ বিষয়ে কৌঁসুলি আব্দুল খালেক বলেন, ‘রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাক্ষ্যপ্রমাণ শেষে বিচারক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। এ রায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।’

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার