হোম > সারা দেশ > রাজশাহী

রামেকের করোনা ইউনিটে আরও ৯ মৃত্যু

প্রতিনিধি, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও নয়জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাঁরা মারা যান। মঙ্গলবার সকালে হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জের দুজন, পাবনার একজন এবং রাজশাহী ও নাটোরের তিনজন করে মারা গেছেন। এর মধ্যে নাটোরের দুজন এবং রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের একজন করে করোনা পজিটিভ ছিলেন। অন্য পাঁচজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।

মৃত নয়জনের মধ্যে চারজন পুরুষ ও পাঁচজন নারী। এ নিয়ে চলতি মাসে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট ৩০৩ জনের মৃত্যু হলো। মঙ্গলবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ জন। ছাড়পত্র পেয়েছেন ৩৩ জন। হাসপাতালে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ১০৮ জন। উপসর্গ নিয়ে ছিলেন ৮৩ জন। এ ছাড়া করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় কোভিড ইউনিটে ভর্তি ছিলেন আরও ৩০ জন রোগী।

হাসপাতালের করোনা ইউনিটে মোট রোগীর সংখ্যা ২২১ জন। 

এরমধ্যে রাজশাহীর ১০২ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩৬ জন, নাটোরের ২৬ জন, নওগাঁর ২২ জন, পাবনার ২০ জন, কুষ্টিয়ার নয়জন, জয়পুরহাটের তিনজন, মেহেরপুরের দুজন এবং বগুড়ার একজন করে রোগী ভর্তি ছিলেন।

রাজশাহীর সিভিল সার্জনের কার্যালয়ের হিসাব অনুযায়ী, সোমবার র‍্যাপিড অ্যান্টিজেন এবং আরটি-পিসিআর মিলে জেলায় মোট ৩৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৪৯ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ১৪ দশমিক ২০ শতাংশ। আর শুধু দুটি আরটি-পিসিআর ল্যাবে সংক্রমণের হার ১৭ দশমিক ৩১ শতাংশ। 

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়