হোম > সারা দেশ > রাজশাহী

মেয়র আব্বাস কারাগারে, রিমান্ডের আবেদন

রাজশাহী প্রতিনিধি

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেপ্তার রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক শংকর কুমার এই নির্দেশ দেন। 

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক শাহাবুল ইসলাম জানান, মেয়রকে আদালতে হাজির করে তিনি ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত আবেদন গ্রহণ করলেও কোনো আদেশ দেননি। আগামী রোববার রিমান্ড আবেদনের শুনানি কিংবা শুনানির দিন ধার্য হতে পারে। আদালত মেয়র আব্বাস আলীকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছেন। রিমান্ড মঞ্জুর হলে তাঁকে কারাগার থেকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে। 

সম্প্রতি বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে মেয়র আব্বাস আলীর আপত্তিকর বক্তব্যের অডিও ছড়িয়ে পড়লে তিনি আত্মগোপন করেন। তারপর বুধবার ভোরে রাজধানীর ঈশা খাঁ হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব। রাতে তাঁকে রাজশাহীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়। এ সময় আব্বাসকে নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর আবদুল মমিনের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। 

পরপর দুবার নৌকা নিয়ে মেয়র হওয়া আব্বাস জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও কাটাখালী পৌর আওয়ামী লীগের আহ্বায়ক ছিলেন। অডিও ছড়িয়ে পড়ার পর তাঁকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। আর মেয়র পদ থেকে অপসারণের জন্য তাঁর প্রতি অনাস্থা প্রস্তাব এনেছেন পৌরসভার সব কাউন্সিলর। তাঁকে মেয়র পদ থেকে অপসারণ এবং দল থেকে স্থায়ী বহিষ্কারের দাবিতে বৃহস্পতিবার সকালেও কাটাখালী বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ব্যবসায়ী এবং স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। 

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত