হোম > সারা দেশ > নাটোর

নামের ভুলে গ্রেপ্তার শ্রমিকের ৬ দিনের কারাবাস 

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে ভুল নামে গ্রেপ্তার হয়ে ছয় দিন হাজতে কাটিয়েছেন এক দিনমজুর। মঙ্গলবার তাঁকে মুক্তি দিয়েছেন আদালত। ভুক্তভোগীর নাম মো. নজরুল ইসলাম (৪৩)। তিনি উপজেলার পুরাতন ঈশ্বরদী গ্রামের আব্দুল জব্বার শেখের ছেলে।

ভুক্তভোগী নজরুলের মা মোছা. তহিরন বেগম জানান, জুয়া খেলার মামলায় নজরুল গ্রেপ্তার হয়ে ২৪ মে জামিন পান। ওই মামলায় পলাতক আসামি একই গ্রামের মো. নজিরকে ধরতে গত বৃহস্পতিবার পুরাতন ঈশ্বরদী গ্রামে যান লালপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আলিম। তিনি আসামি নজিরকে না পেয়ে জামিনে থাকা নজরুলকে গ্রেপ্তার করে নজির নামে শুক্রবার আদালতে চালান দেন।

এ বিষয়টি ভুক্তভোগী নজরুলের আইনজীবী দীনাই তাছরিন বিষয়টি আদালতের নজরে আনলে তাঁকে মঙ্গলবার লালপুর আমলি আদালতে হাজির করা হয়। সেখানে শুনানি শেষে বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোসলেম উদ্দীন তাঁকে মুক্তির নির্দেশ দেন।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান বলেন, ‘গ্রেপ্তারের সময় নজরুল নিজেকে মো. নজির হিসেবে পরিচয় দিয়েছিলেন। তাই পুলিশ কর্মকর্তা তাঁকে গ্রেপ্তার করেছেন। দুজনই একই মামলার আসামি হওয়ায় এই বিভ্রান্তি হয়েছে।’

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক