হোম > সারা দেশ > নাটোর

নামের ভুলে গ্রেপ্তার শ্রমিকের ৬ দিনের কারাবাস 

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে ভুল নামে গ্রেপ্তার হয়ে ছয় দিন হাজতে কাটিয়েছেন এক দিনমজুর। মঙ্গলবার তাঁকে মুক্তি দিয়েছেন আদালত। ভুক্তভোগীর নাম মো. নজরুল ইসলাম (৪৩)। তিনি উপজেলার পুরাতন ঈশ্বরদী গ্রামের আব্দুল জব্বার শেখের ছেলে।

ভুক্তভোগী নজরুলের মা মোছা. তহিরন বেগম জানান, জুয়া খেলার মামলায় নজরুল গ্রেপ্তার হয়ে ২৪ মে জামিন পান। ওই মামলায় পলাতক আসামি একই গ্রামের মো. নজিরকে ধরতে গত বৃহস্পতিবার পুরাতন ঈশ্বরদী গ্রামে যান লালপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আলিম। তিনি আসামি নজিরকে না পেয়ে জামিনে থাকা নজরুলকে গ্রেপ্তার করে নজির নামে শুক্রবার আদালতে চালান দেন।

এ বিষয়টি ভুক্তভোগী নজরুলের আইনজীবী দীনাই তাছরিন বিষয়টি আদালতের নজরে আনলে তাঁকে মঙ্গলবার লালপুর আমলি আদালতে হাজির করা হয়। সেখানে শুনানি শেষে বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোসলেম উদ্দীন তাঁকে মুক্তির নির্দেশ দেন।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান বলেন, ‘গ্রেপ্তারের সময় নজরুল নিজেকে মো. নজির হিসেবে পরিচয় দিয়েছিলেন। তাই পুলিশ কর্মকর্তা তাঁকে গ্রেপ্তার করেছেন। দুজনই একই মামলার আসামি হওয়ায় এই বিভ্রান্তি হয়েছে।’

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল