রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর রাজনৈতিক কার্যালয়ের ম্যানহোল (রিজার্ভ ট্যাংক) থেকে আ.লীগ কর্মীর লাশ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। আজ সন্ধ্যায় নিহতের বোন কুলসুম বেগম বাদী হয়ে নগরীর বোয়ালিয়া থানায় এ মামলা করেন।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মামলার এজাহারে কোন আসামির নাম নেই। অজ্ঞাত আসামিরা এই খুনের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। জড়িতদের আইনের আওতায় আনা হবে।’
এর আগে আজ মঙ্গলবার সকালে রাজশাহী নিউমার্কেটের বিপরীতে সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর রাজনৈতিক কার্যালয়ের পাশের ম্যানহোল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের মানিব্যাগে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি পাওয়া যায়। এর সূত্র ধরে তার পরিচয় জানা যায়। নিহত ব্যক্তির নাম নয়নাল উদ্দিন (৬০), তিনি কাটাখালী পৌরসভার শ্যামপুর থান্দারপাড়া মহল্লার বাসিন্দা।
মর্গে গিয়ে স্বজনেরা তাঁর লাশ শনাক্ত করেন। তারা জানান, নয়নালের স্ত্রী-সন্তান নেই। তিনি ভবঘুরে প্রকৃতির লোক ছিলেন। আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী। দিনের বেশির ভাগ সময় আওয়ামী লীগের কার্যালয়সহ দলের নেতাদের সঙ্গেই থাকতেন।
এদিকে সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী এবারও দ্বাদশ সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়েছেন। মনোনয়নপত্র দাখিলের পর তার রাজনৈতিক কার্যালয়ে প্রতিদিনই প্রচুর দলীয় নেতা কর্মীর সমাগম দেখা গেছে। লাশ উদ্ধারের ঘটনায় কথা বলতে তার মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি ধরেননি।