বগুড়ার কাহালুতে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে দুই ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। আজ বুধবার কাহালু রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। তবে ট্রেনের গতি কম থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বগুড়া রেলওয়ে স্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, বুধবার কাহালু রেলওয়ে স্টেশন এলাকায় প্রবেশের সময় ১৯ নম্বর উত্তরবঙ্গ মেইল ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। ফলে সান্তাহার-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। লাইনচ্যুত বগিটি উদ্ধারের পর বিকেল ৪টা ৫০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
স্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু আজকের পত্রিকাকে বলেন, ‘সান্তাহার থেকে লালমনিরহাটগামী উত্তরবঙ্গ মেইল ট্রেনটি কাহালু স্টেশনে প্রবেশের সময় ইঞ্জিন থেকে তিন নম্বর বগির একটি চাকা লাইনচ্যুত হয়। তবে ট্রেনের গতি কম থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। লাইনচ্যুত বগিটি উদ্ধারের পর বিকেল ৪টা ৫০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’