হোম > সারা দেশ > রাজশাহী

পুঠিয়ায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর পুঠিয়ায় খড়ির ঘর থেকে আমেনা বেগম (৫০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। আজ শুক্রবার সকাল ৭টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। মৃত আমেনা বেগম উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের কেওড়াজোড়া গ্রামে অজিউল্লার স্ত্রী। 

নিহতের স্বামী অজিউল্লা বলেন, বাড়িতে মেহমান এসেছে। সবাই এক সঙ্গে রাতের খাবার খেয়েছি। এরপর আমাদের ঘরে শোয়ার জায়গা কম থাকায় প্রতিবেশী একজনের ঘরে থাকবেন বলে বের হয়। পরে আজ সকালে দেখি খড়ির ঘরে তাঁর মরদেহ ঝুলছে। 

অজিউল্লা আরও বলেন, কারও সঙ্গে তাঁর কোনো শত্রুতা বা দ্বন্দ্ব নেই। কেন এটা হলো বুঝতে পারছি না। 

শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে আমেনা বেগমের বাড়িতে নাতি ও তাঁর স্বামী বেড়াতে আসেন। রাতে এক সঙ্গে খাওয়াদাওয়া শেষ করেন। ঘুমানোর জায়গা সংকুলান না হওয়ায় প্রতিবেশী একজনের বাড়িতে ঘুমাতে যান তিনি। পরে আজ সকালে পরিবারের লোকজন খড়ির ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁকে দেখতে পায়। 

চেয়ারম্যান আরও বলেন, পরিবারের দেওয়া তথ্য ও মরদেহ দেখে রহস্যজনক মনে হচ্ছে। বিষয়টি থানা-পুলিশকে অবহিত করা হয়েছে। 

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়াদী হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে মরদেহ দেখে মনে হচ্ছে আত্মহত্যা হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া চূড়ান্তভাবে কিছুই বলা যাচ্ছে না। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে