হোম > সারা দেশ > রাজশাহী

পুঠিয়ায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর পুঠিয়ায় খড়ির ঘর থেকে আমেনা বেগম (৫০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। আজ শুক্রবার সকাল ৭টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। মৃত আমেনা বেগম উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের কেওড়াজোড়া গ্রামে অজিউল্লার স্ত্রী। 

নিহতের স্বামী অজিউল্লা বলেন, বাড়িতে মেহমান এসেছে। সবাই এক সঙ্গে রাতের খাবার খেয়েছি। এরপর আমাদের ঘরে শোয়ার জায়গা কম থাকায় প্রতিবেশী একজনের ঘরে থাকবেন বলে বের হয়। পরে আজ সকালে দেখি খড়ির ঘরে তাঁর মরদেহ ঝুলছে। 

অজিউল্লা আরও বলেন, কারও সঙ্গে তাঁর কোনো শত্রুতা বা দ্বন্দ্ব নেই। কেন এটা হলো বুঝতে পারছি না। 

শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে আমেনা বেগমের বাড়িতে নাতি ও তাঁর স্বামী বেড়াতে আসেন। রাতে এক সঙ্গে খাওয়াদাওয়া শেষ করেন। ঘুমানোর জায়গা সংকুলান না হওয়ায় প্রতিবেশী একজনের বাড়িতে ঘুমাতে যান তিনি। পরে আজ সকালে পরিবারের লোকজন খড়ির ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁকে দেখতে পায়। 

চেয়ারম্যান আরও বলেন, পরিবারের দেওয়া তথ্য ও মরদেহ দেখে রহস্যজনক মনে হচ্ছে। বিষয়টি থানা-পুলিশকে অবহিত করা হয়েছে। 

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়াদী হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে মরদেহ দেখে মনে হচ্ছে আত্মহত্যা হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া চূড়ান্তভাবে কিছুই বলা যাচ্ছে না। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী