হোম > সারা দেশ > রাজশাহী

আবেগআপ্লুত হয়ে নওগাঁকে আমের রাজধানী বলেছিলাম: ব্যারিস্টার সুমন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

অবশেষে ভুল স্বীকার করে ফেসবুকে ভিডিও আপলোড করেছেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন। আজ শনিবার বিকেল ৪টার দিকে নিজের পেজ ২ মিনিট ৪ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন। 

ভিডিওতে সুমন বলেন, ‘আমি নওগাঁ গেছিলাম খেলতে। সেখানে গিয়ে আমের গাছ দেখে আবেগে আপ্লুত হয়ে, একটা বাগানে এত আম দেখে নওগাঁকে আমের রাজধানী বলেছিলাম। আসলে জীবনের প্রথম নওগাঁ যাওয়া আমার। এরপরে চাঁপাইনবাবগঞ্জের যারা আমাকে ভালোবাসেন, তাঁরা আমার কথার প্রতিবাদ করেন। বলেছেন-কথাটা আমি ঠিক বলি নাই। পরে আমি বিভিন্ন কাগজপত্র দেখে যাচাই-বাছাই করে দেখলাম, চাঁপাইনবাবগঞ্জে যে ফ্রেমওয়ার্ক তৈরি হয়েছে এটা বহু আগে। নওগাঁরও অনেক আগে। আসলে আমের রাজধানী যদি বলা হয়, চাঁপাইনবাবগঞ্জকেই বলতে হবে। আমি আবারও বলি-চাঁপাইনবাবগঞ্জের পাশাপাশি নওগাঁ এত দ্রুত এগিয়ে যাচ্ছে সে জন্য তাঁদেরও ধন্যবাদ জানাব। তারা কোনো অংশেই পিছিয়ে নেই। তারপরেও আমের রাজধানী যদি বলা হয়, চাঁপাইনবাবগঞ্জকেই বলব।’ 

ব্যারিস্টার সুমন তার ভিডিওতে আরও বলেন, ‘তবে অন্তত আমি বলে যাচ্ছি-সিলেট বিভাগের মধ্যে আমের রাজধানী হবে আমার এলাকা। এ জন্য জানেন যে,৩০ হাজার আম গাছ আমি লাগাচ্ছি। অলরেডি ১৭ হাজার লাগাইছি। তারপরেও আমার এই কারণে চাঁপাইনবাবগঞ্জের কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, আমি খুবই দুঃখিত। কষ্ট দেওয়ার উদ্দেশ্যে না, নওগাঁর মানুষের সাথে যে আত্মীয়তা তৈরি হয়েছে, এই আত্মীয়তার কারণে আমি আবেগআপ্লুত হয়ে কথাটা বলেছি, কাউকে কষ্ট দেওয়ার কিছুই আমার ছিল না। আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষকে বলব যে, আমাকে চাঁপাইনবাবগঞ্জে কখন দাওয়াত দেবেন? কখন খাওয়াতে নিয়ে যাবেন? আমি আপনাদের ওখানে যাইতে চাই, আম খেতে চাই এবং আপনাদের রাজধানীতে নেমেই আম উপভোগ করতে চাই।’ এরপর তাঁর পোস্ট করা ভিডিওর মন্তব্যের ঘরে ভুল স্বীকার করায় অনেকেই প্রশংসা করেছেন। 

উল্লেখ্য গত ১১ জুন ‘নওগাঁ আমের রাজধানী’ মন্তব্য করায় ফেসবুকে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে সমালোচনা শিরোনামে একটি সংবাদ প্রচার করে দৈনিক আজকের পত্রিকা। 

কৃষি বিভাগের তথ্যমতে, চাঁপাইনবাবগঞ্জে চলতি বছর ৩৭ হাজার ৮৫৫ হেক্টর জমিতে আমবাগান রয়েছে। এ বছর আমের উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ২৫ হাজার টন। গত বছর চাঁপাইনবাবগঞ্জে ৩৭ হাজার ১৬৫ হেক্টর জমিতে আমের চাষাবাদ হয়েছে। গত মৌসুমে জেলায় আম উৎপাদন হয়েছে ৩ লাখ ২৫ হাজার টন। ২০২১ সালে জেলায় ৩৫ হাজার হেক্টর জমিতে আড়াই লাখ টন এবং তার আগের বছর ৩৩ হাজার হেক্টর জমিতে ২ লাখ ৪৫ হাজার টন আম উৎপাদন হয়েছে।

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে