হোম > সারা দেশ > রাজশাহী

শিবগঞ্জে বাসচাপায় মা-মেয়ে নিহত

প্রতিনিধি, শিবগঞ্জ (বগুড়া)

বগুড়ার শিবগঞ্জে বাসচাপায় মা-মেয়ে নিহত হয়েছেন। রোববার (১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের কাগইলের রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সোনাতলা উপজেলার কুশার ঘোপ গ্রামের গ্রামীণ ব্যাংক কর্মকর্তা আলতাব আলীর স্ত্রী শিমু বেগম (৪৫) ও তাঁর মেয়ে বগুড়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী আফরিন জাহান অমি (১৫)। আলতাব আলী গাইবান্ধা জেলার কোচাশহরে গ্রামীণ ব্যাংকে চাকরি করেন। মেয়ে অমি বগুড়ায় লেখাপড়া করার কারণে তাঁর পরিবার বগুড়া শহরের লতিফপুর মধ্যপাড়ায় বসবাস করতেন।

জানা গেছে, রোববার বিকেলে আলতাব আলী তাঁর গ্রামের বাড়ি থেকে স্ত্রী-সন্তানকে শহরের বাসায় পৌঁছানোর জন্য মোটরসাইকেল যোগে রওনা হন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি বগুড়া-রংপুর মহাসড়কে শিবগঞ্জ উপজেলার চণ্ডীহারা বন্দরের অদূরে কাগইলের রাস্তা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মা-মেয়ে মোটরসাইকেল থেকে মহাসড়কে পড়ে যায়। এ সময় পেছন থেকে বগুড়াগামী একটি বাস তাঁদের চাপা দিলে মা-মেয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ঘাতক বাসটি দ্রুতগতিতে পালিয়ে যায়।

বগুড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলজার হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। অনেক সময় অপেক্ষা করার পর ঘটনাস্থলে পুলিশ না পৌঁছালে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত