হোম > সারা দেশ > রাজশাহী

শিবগঞ্জে বাসচাপায় মা-মেয়ে নিহত

প্রতিনিধি, শিবগঞ্জ (বগুড়া)

বগুড়ার শিবগঞ্জে বাসচাপায় মা-মেয়ে নিহত হয়েছেন। রোববার (১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের কাগইলের রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সোনাতলা উপজেলার কুশার ঘোপ গ্রামের গ্রামীণ ব্যাংক কর্মকর্তা আলতাব আলীর স্ত্রী শিমু বেগম (৪৫) ও তাঁর মেয়ে বগুড়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী আফরিন জাহান অমি (১৫)। আলতাব আলী গাইবান্ধা জেলার কোচাশহরে গ্রামীণ ব্যাংকে চাকরি করেন। মেয়ে অমি বগুড়ায় লেখাপড়া করার কারণে তাঁর পরিবার বগুড়া শহরের লতিফপুর মধ্যপাড়ায় বসবাস করতেন।

জানা গেছে, রোববার বিকেলে আলতাব আলী তাঁর গ্রামের বাড়ি থেকে স্ত্রী-সন্তানকে শহরের বাসায় পৌঁছানোর জন্য মোটরসাইকেল যোগে রওনা হন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি বগুড়া-রংপুর মহাসড়কে শিবগঞ্জ উপজেলার চণ্ডীহারা বন্দরের অদূরে কাগইলের রাস্তা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মা-মেয়ে মোটরসাইকেল থেকে মহাসড়কে পড়ে যায়। এ সময় পেছন থেকে বগুড়াগামী একটি বাস তাঁদের চাপা দিলে মা-মেয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ঘাতক বাসটি দ্রুতগতিতে পালিয়ে যায়।

বগুড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলজার হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। অনেক সময় অপেক্ষা করার পর ঘটনাস্থলে পুলিশ না পৌঁছালে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

‘ত্রুটিপূর্ণ হলফনামা’ দিয়েও বৈধ হলেন বিএনপির প্রার্থী

পদ্মার চরে দুই মাসের মাথায় আবারও দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাজশাহীতে মিনু-মুজিবুরের মনোনয়ন বৈধ

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে