রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাঁদের মৃত্যু হয়। হাসপাতালের দেওয়া এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ২৪ ঘণ্টায় রাজশাহীর একজন ও নওগাঁর দুজন মারা গেছেন। তিনজনই করোনার উপসর্গে ভুগছিলেন। তবে তাঁদের নমুনা পরীক্ষা করা হয়নি। মৃতদের মধ্যে একজন পুরুষ ও দুজন নারী।
রামেক হাসপাতালের করোনা ইউনিটে চলতি মাসে এ নিয়ে ১৮ জনের মৃত্যু হলো। ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে ভর্তি হয়েছেন ২৪ জন। ছাড়পত্র পেয়েছেন ১৩ জন। বুধবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে মোট রোগী ছিলেন ৯১ জন।
এর মধ্যে রাজশাহীর ৩৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৬ জন, নাটোরের চারজন, নওগাঁর ১৬ জন, পাবনার নয়জন, কুষ্টিয়ার তিনজন এবং জয়পুরহাট, সিরাজগঞ্জ, মেহেরপুর ও দিনাজপুরের একজন করে রোগী ভর্তি ছিলেন।
জেলার সিভিল সার্জনের কার্যালয়ের হিসাব অনুযায়ী, মঙ্গলবার জেলার ২৮৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট হয়েছে। সংক্রমণের হার ৪ দশমিক ৫৬ শতাংশ।