হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার সময় বজ্রপাতে মাহমুদুল হাসান রিয়াদ (২১) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। 

আজ বুধবার দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়া যমুনা নদীর ক্রসবার বাঁধ-৩ এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত মাহমুদুল হাসান রিয়াদ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কল্যাণী গ্রামের আব্দুল আজিজের ছেলে ও সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। 

স্থানীয়রা জানান, দুপুরে কয়েকজন বন্ধু সঙ্গে নিয়ে মাহমুদুল হাসান রিয়াদ ক্রসবার বাঁধ-৩ এলাকায় বালুর মাঠে ফুটবল খেলতে যান। ফুটবল খেলা চলাকালে বৃষ্টির শুরু হলে বজ্রপাতে রিয়াদ আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রোকন উদ্দিন বলেন, বজ্রপাতে আহত এক কলেজছাত্রকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়। 

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, রিয়াদের মরদেহ পরিবারের সদস্যরা নিয়ে গেছে।

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক

সব চেষ্টা—আকুতি বিফলে, মায়ের কোলে মৃত সাজিদ

শিশু সাজিদ মারা গেছে

শিশু সাজিদকে উদ্ধার, নেওয়া হয়েছে হাসপাতালে

শিশু সাজিদের বাঁচার আশা নেই, বন্ধ করা হয়েছে অক্সিজেন