রাজশাহীর বাঘা উপজেলায় অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম আবদুল করিম (৪৪)। রাজশাহীর চারঘাট উপজেলার মাড়িয়া শাহপাড়া গ্রামে তাঁর বাড়ি। তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাবের একটি দল গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে বাঘার মহদীপুর এলাকায় এই অভিযান চালায়। আজ রোববার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানিয়েছে।
র্যাব জানায়, এক ব্যক্তি মাদক বিক্রির জন্য অপেক্ষা করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল অভিযানে যায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে আবদুল করিম তাঁর কাছে থাকা একটি পোটলা ফেলে পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়। পরে পোটলা খুলে ভেতরে অস্ত্র পাওয়া যায়। এ নিয়ে আবদুল করিমের বিরুদ্ধে বাঘা থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে।