বাঘায় বিয়ের দাবিতে এক তরুণী প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন। আজ সোমবার সকাল সাড়ে ৬টা থেকে শামীম হোসেন নামের এক যুবকের বাড়িতে তরুণী অবস্থান নিয়েছেন।
জানা যায়, দুই বছর আগে তরুণীর (২৬) সঙ্গে উপজেলার পারসাওতা বিনোদপুর গ্রামের শাসসুল হকের ছেলে শামীম হোসেনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাঁদের দৈহিক সম্পর্কও হয়েছে বলে জানান তরুণী। বিয়ে করতে বললে শামীম হোসেন তাঁকে আরও পাঁচ বছর অপেক্ষা করতে বলেন। এরই মধ্যে তরুণীর বাড়ি থেকে বিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে। তাই তিনি এখন বিয়ের দাবিতে শামীম হোসেনের বাড়িতে গিয়ে অনশন শুরু করেছেন। তরুণীর অনশন দেখতে ভিড় করছেন উৎসুক জনতা।
তরুণীর সঙ্গে ফোনে কথা হলে তিনি বলেন, আমি বিয়ে না করা পর্যন্ত তাঁর বাড়িতে অবস্থান করবো। বিয়ে না করলে প্রয়োজনে আত্মহত্যা করবো।
মনিগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পর বাঘা থানাকে জানিয়েছি। আইনিভাবে যেটা হয় সেটাই হবে।
শামীম হোসেনের সঙ্গে একাধিকবার ফোনে কথা বলার চেষ্টা করা হলেও তিনি জবাব দেননি।
বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিষয়টি জেনেছি। তবে কেউ এখনো অভিযোগ করেনি। এরপরও খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।