হোম > সারা দেশ > রাজশাহী

মেয়রের মধ্যস্থতায় ক্যাম্পাসে ফিরলেন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক

রাবি প্রতিনিধি

তিন দিন পর মেয়রের মধ্যস্থতায় ক্যাম্পাসে ফিরলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। আজ মঙ্গলবার সন্ধ্যায় মোটরসাইকেলের বহর নিয়ে নেতা কর্মীদের সঙ্গে ক্যাম্পাসে আসেন তারা। 

এর আগে নগর ভবনে ছাত্রলীগের কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পাওয়া নেতা কর্মী ও নতুন সভাপতি–সাধারণ সম্পাদককে নিয়ে সমঝোতা বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এরপরই নেতৃবৃন্দ ক্যাম্পাসে প্রবেশ করেন। 

গত শনিবার মোস্তাফিজুর রহমান বাবুকে সভাপতি ও আসাদুল্লা-হিল-গালিবকে সম্পাদক করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে নতুন কমিটিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে একাংশের নেতা-কর্মীরা। এরপর টানা তিন দিন ক্যাম্পাসে আন্দোলন করে তারা। এই তিন দিন ক্যাম্পাসে ঢুকতে পারেনি ঘোষিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। 

এ দিকে ক্যাম্পাসে প্রবেশের পর নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে বরণ করেছে তাদের কর্মী ও সমর্থকেরা। এ সময় তারা আবাসিক হলে সিট বাণিজ্যের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। 

ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, ‘ছাত্রলীগের যেসব নেতা কর্মী কমিটি নিয়ে ক্ষুব্ধ হয়েছিলেন, তাদের সঙ্গে আমাদের সমঝোতা হয়েছে। খায়রুজ্জামান লিটন ভাই (সিটি মেয়র) আমি এবং আমার সাধারণ সম্পাদকে নির্দেশ দিয়েছেন, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার।’ 

সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব বলেন, ‘এই কমিটি নিয়ে আমাদের কিছু ভাই মনঃক্ষুণ্ন হয়েছিলেন, হওয়াটাও স্বাভাবিক। কেননা তারাও সাত বছর রাজনীতি করেছেন। খায়রুজ্জামান লিটন (সিটি মেয়র) আমাদের ডেকে নিয়ে বুঝিয়েছেন, তারাও বুঝেছে আমরাও বুঝেছি। সব নেতা কর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি, নবনির্বাচিত ৩৯ সদস্য বিশিষ্ট কমিটিতে যারা রয়েছেন তারাসহ যারা পদ বঞ্চিত হয়েছেন তাদের নিয়েই আমরা ছাত্রলীগকে এগিয়ে নেব।’ 

তিনি আরও বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় একটি সমস্যা ছিল সিট বাণিজ্য। আমি ঘোষণা করছি, বিশ্ববিদ্যালয়ে যদি একটি সিট বাণিজ্য হয়, কোনো ছাত্রলীগ নেতা যদি সিট বাণিজ্য করে তাহলে হয় সে ছাত্রলীগ করবে, নয়তো আমি। আজ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিট বাণিজ্যের কবর রচনা করলাম।’

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী