হোম > সারা দেশ > রাজশাহী

উপাচার্যের পর রাবির দুই সহ-উপাচার্যের পদত্যাগ

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২৪ ঘণ্টার আলটিমেটামের মধ্যে গতকাল বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের পর পদত্যাগ করেছেন দুই সহ-উপাচার্য। 

গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের দুই সহ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর পদত্যাগ করেন। আজ শুক্রবার বিকেলে সহ-উপাচার্যদ্বয় তাঁদের নিজ নিজ পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। 

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, ‘গতকাল রাত ৯টার পর ব্যক্তিগত কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের আচার্য বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি।’ 

একইভাবে ব্যক্তিগত কারণ দেখিয়ে গতকাল রাত ৮টায় আচার্য বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন আরেক সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক হুমায়ুন কবীর। 

উল্লেখ্য, গতকাল দুপুরে ২৪ ঘণ্টার আলটিমেটামের মধ্যে উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের এবং সিনেট ও সিন্ডিকেট সদস্যদের পদত্যাগ দাবি করেছিলেন রাবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। 

এদিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকেরা এখনো পদত্যাগ করেননি। তবে আগামী রোববার ১৭টি আবাসিক হলের ১৬ জন প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকেরা পদত্যাগ করবেন বলে নিশ্চিত হওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল প্রাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর হোসেন পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন।

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের