হোম > সারা দেশ > রাজশাহী

উপাচার্যের পর রাবির দুই সহ-উপাচার্যের পদত্যাগ

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২৪ ঘণ্টার আলটিমেটামের মধ্যে গতকাল বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের পর পদত্যাগ করেছেন দুই সহ-উপাচার্য। 

গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের দুই সহ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর পদত্যাগ করেন। আজ শুক্রবার বিকেলে সহ-উপাচার্যদ্বয় তাঁদের নিজ নিজ পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। 

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, ‘গতকাল রাত ৯টার পর ব্যক্তিগত কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের আচার্য বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি।’ 

একইভাবে ব্যক্তিগত কারণ দেখিয়ে গতকাল রাত ৮টায় আচার্য বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন আরেক সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক হুমায়ুন কবীর। 

উল্লেখ্য, গতকাল দুপুরে ২৪ ঘণ্টার আলটিমেটামের মধ্যে উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের এবং সিনেট ও সিন্ডিকেট সদস্যদের পদত্যাগ দাবি করেছিলেন রাবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। 

এদিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকেরা এখনো পদত্যাগ করেননি। তবে আগামী রোববার ১৭টি আবাসিক হলের ১৬ জন প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকেরা পদত্যাগ করবেন বলে নিশ্চিত হওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল প্রাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর হোসেন পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী