হোম > সারা দেশ > রাজশাহী

ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস মারা গেছেন।

আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।) 

তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। 

পারিবারিক সূত্রে জানা গেছে, নায়েব আলী বিশ্বাস বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে ২৮ ডিসেম্বর ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন। ২২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি আজ শনিবার সকালে মারা যান।  

দলীয় সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১০ ডিসেম্বর উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচনে নায়েব আলী বিশ্বাস চেয়ারম্যান নির্বাচিত হন। ৬০-এর দশকে ছাত্রলীগের সঙ্গে যুক্ত হয়ে তাঁর রাজনীতি পথচলা শুরু হয়। তিনি ঈশ্বরদী থানা ছাত্রলীগ, যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও পৌর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। 

১৯৬০ থেকে ১৯৭০ সাল পর্যন্ত একটানা ১০ বছর ঈশ্বরদী ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের ১০ জুলাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিসুন্নবী বিশ্বাস মারা যাওয়ার পর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাসকে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। 

২০২১ সালের ২৯ সেপ্টেম্বর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে কাউন্সিলরদের ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন। তিনি ঈশ্বরদী প্রেসক্লাবের আজীবন সদস্য ছিলেন। 

আজ শনিবার এশার নামাজের পর রাত সাড়ে ৮টার দিকে ঈশ্বরদী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজার পর কেন্দ্রীয় গোরস্থানের মুক্তিযোদ্ধা কর্নারে রাষ্ট্রীয় সম্মাননায় তাঁর মরদেহ দাফন করা হবে। 

তাঁর মৃত্যুতে নবনির্বাচিত সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, পৌর মেয়র ইছাহক আলী মালিথা, ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ কিরণ গভীর শোক প্রকাশ করেছেন।

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ