হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে অবরোধে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৬ 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বিএনপির ডাকা চতুর্থ দফা অবরোধের প্রথম দিনে রাজশাহীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার নগরীর সিটিহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন রাজশাহীর চর মাঝারদিয়াড় গ্রামের আবদুল আউয়াল, নগরীর বখতিয়ারাবাদ জামে মসজিদের পেশ ইমাম ও কালীনগর এলাকার আবু বক্কর সিদ্দিক, বখতিয়ারাবাদ এলাকার মো. আরিফ চৌধুরী, পবা উপজেলার ধর্মহাটা এলাকার আনান হোসেন, নগরীর মথুরডাঙা এলাকার রবিন ইসলাম ও বখতিয়ারাবাদ এলাকার আবদুল আলিম। 

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হক আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘সকালে সিটিহাট এলাকার পাশে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতা–কর্মীরা মিছিল বের করে। অবরোধের সমর্থনে সেখানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। খবর পেয়ে সেখান থেকে জামায়াত-শিবিরের ছয়জনকে আটক করা হয়। পরে থানায় নিয়ে তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।’ 

এদিকে অবরোধের কারণে রাজশাহী থেকে দূরপাল্লার গাড়ি কোনো চলাচল করছে না। আশপাশের জেলার উদ্দেশ্যে হাতেগোনা কিছু বাস ছেড়ে গেলেও যাত্রী ছিল কম। তবে শহরে রিকশা-অটোরিকশা চলাচল স্বাভাবিক রয়েছে। শহরের ভেতর কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। 

রাজশাহী জেলা সড়ক পরিবহন গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিউল হক টিটো আজকের পত্রিকায় বলেন, ‘যাত্রী সংকটের কারণে দূরপাল্লার বাস চলছে না। তবে পুলিশ-প্রশাসনের সহযোগিতায় আশপাশের জেলা ও উপজেলার সঙ্গে বাস চলাচল স্বাভাবিক আছে।’

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী