হোম > সারা দেশ > বগুড়া

ধুনটে আ. লীগের সম্মেলনে হামলা, অতিরিক্ত পুলিশ মোতায়েন

ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলায় ধুনট ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। চারটি ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন উপলক্ষে এক পক্ষের সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় সম্মেলন বিরোধী নেতা-কর্মীরা সম্মেলন স্থলের চেয়ার-টেবিল ভাঙচুর করেন।

আজ বুধবার সকাল ১১টার দিকে উপজেলার ধুনট ইউনিয়ন পরিষদ চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক ও সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকনের পক্ষের দলীয় নেতা-কর্মীরা বুধবার সকালের দিকে ধুনট ইউনিয়ন পরিষদ চত্বরে সম্মেলনের আয়োজন করেন। সেখানে ধুনট ইউনিয়নের ৬,৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন উপলক্ষে সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় কথা ছিল।

কিন্তু খবর পেয়ে উপজেলা আওয়ামী লীগের অপর পক্ষের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সোবহান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহসীন আলমের পক্ষের দলীয় নেতা-কর্মীরা সম্মেলন অনুষ্ঠানে হামলা চালায়। এ সময় সম্মেলন বিরোধী ক্ষুব্ধ নেতা-কর্মীরা সেখানে চেয়ার, টেবিলসহ ডেকোটেরের আসবাব ভাঙচুর করেন। উত্তেজনা ছড়িয়ে পড়লে সম্মেলন আয়োজক পক্ষের নেতা-কর্মীরা সেখান থেকে নিরাপদ স্থানে আশ্রয় নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে সেখানকার পরিবেশ শান্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

অপর দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগ থেকে অব্যাহতিপ্রাপ্ত সভাপতি এমএ তারেক হেলালের পক্ষের লোকজন হামলা চালিয়ে বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মোজাফফর রহমানকে মারপিট করেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার দুপুরের দিকে এলাঙ্গী বাজার এলাকায় তাঁকে মারপিট করা হয়। বর্তমানে তিনি ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

এ অভিযোগ অস্বীকার করে এম এ তারেক হেলাল বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে আমি জড়িত নই।’ 

সম্মেলন অনুষ্ঠানে হামলার বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবি তারিক জানান, দলের বহিষ্কৃত নেতা-কর্মীরা সম্মেলন অনুষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। পরে তাঁদের পক্ষের লোকজন এলাঙ্গীতে এক আওয়ামী লীগ নেতাকে মারধর করেছে। আপাতত সম্মেলন স্থগিত করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

ধুনট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহসীন আলম জানান, দলের নেতা-কর্মীদের অবৈধভাবে বহিষ্কার করে গোপনে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের চেষ্টা করছিল আওয়ামী লীগের একটি পক্ষ। সংবাদ পেয়ে সম্মেলন অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, পুলিশ পৌঁছার আগেই সম্মেলন স্থলে ভাঙচুর করা হয়েছে। সংঘর্ষের ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

শিশু সাজিদের মৃত্যু: মামলা করবে না পরিবার, ডিসি বললেন মামলা হবে

ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর করে টাকা লুটের অভিযোগ

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির মামলায় ছাত্রদল নেতা কারাগারে

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২১ ডিসেম্বর

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন