রাজশাহীর দুর্গাপুর উপজেলায় গোয়ালঘর থেকে হেরোইন, ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দুর্গাপুর পৌর এলাকার দেবীপুর গ্রামের সাহাবুল ইসলাম (৪৫) ও তাঁর স্ত্রী শাহানারা বেগম (৪০)।
পুলিশ জানিয়েছে, আজ শনিবার গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আতিকুর রেজা সরকার তাঁর বাহিনী নিয়ে সাহাবুলের বাড়িতে অভিযান চালান। এ সময় তাঁর বাড়ির পাশে গোয়ালঘর তল্লাশি করে ৫৬ গ্রাম হেরোইন ও ৫০টি ইয়াবাসহ উদ্ধার করা হয়। এ সময় স্বামী-স্ত্রী দুজনকেই গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম সরকার দুর্গাপুর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হক বলেন, ‘দুর্গাপুর পৌর এলাকার দেবীপুর গ্রামের সাহাবুল ও তাঁর স্ত্রী শাহানারা বেগম দুজনেই মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে দুর্গাপুর থানায় ও বিভিন্ন জায়গায় একাধিক মাদকের মামলা রয়েছে।’