হোম > সারা দেশ > রাজশাহী

ডেন্টাল পরীক্ষায় প্রথম হয়েও ভর্তি হবেন না অর্থী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের (বিডিএস) ২০২২-২৩ সেশনের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় এ বছর সারা দেশে প্রথম হয়েছেন রাজশাহীর অর্থী ঘোষ। তবে তিনি ডেন্টাল কলেজে ভর্তি হবেন না বলে জানিয়েছেন।  গতকাল শনিবার সন্ধ্যায় ডেন্টাল কলেজে ভর্তির ফল প্রকাশ করা হয়।

এর আগে মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় ১১৬তম স্থান অর্জন করেন অর্থী। এমবিবিএস কোর্সে তিনি ভর্তি হয়েছেন ঢাকা মেডিকেল কলেজে। পড়বেন সেখানেই।

জাতীয় মেধায় প্রথম স্থান অর্জন করা এই শিক্ষার্থীর বাড়ি রাজশাহী মহানগরীর দড়িখড়বোনা এলাকায়। বাবা সুশীল কুমার ঘোষ একজন ব্যাংক কর্মকর্তা। মা আতসী সাহা গৃহিণী।

২০২২ সালে রাজশাহী কলেজ থেকে এইচএসসি পাস করেন অর্থী ঘোষ। এর আগে ২০২০ সালে সরকারি প্রমথনাথ বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেন তিনি। 

মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অর্থী ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন। তবে নিজের মেধা আরেকটু যাচাই করতে তিনি ডেন্টালে পরীক্ষা দিয়েছিলেন। ডেন্টাল ভর্তি পরীক্ষায় তাঁর প্রাপ্ত নম্বর ৮৮ দশমিক ৭৫। জিপিএসহ অর্থীর মোট প্রাপ্ত নম্বর ২৮৮ দশমিক ৭৫। এই স্কোর নিয়ে জাতীয় মেধাতালিকায় প্রথম হয়েছেন অর্থী।

যোগাযোগ করা হলে অর্থী ঘোষ বলেন, ‘আমি ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছি। এখানেই এমবিবিএস পড়ব। এমবিবিএস পড়ে আমি যেকোনো বিষয়েরই চিকিৎসক হতে পারব। হতে পারব বিশেষজ্ঞ চিকিৎসকও। আর ডেন্টাল পড়লে শুধু ডেন্টিস্ট হওয়া যাবে। সে কারণে আমি ডেন্টালে ভর্তি হব না।’ 

এমবিবিএস কোর্সে ভর্তি হয়েও ডেন্টালে পরীক্ষা দেওয়ার কারণ জানতে চাইলে অর্থী বলেন, ‘নিজের মেধার অবস্থানটা দেখতে চাচ্ছিলাম। পরীক্ষা দেওয়া তো খারাপ না। যে ফলাফল এসেছে তাতে আমি খুশি।’

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার