হোম > সারা দেশ > রাজশাহী

‘আ.লীগ নেতার সঙ্গে ছবি থাকায়’ তরুণকে পুলিশে দিলেন ছাত্রদল নেতা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী    

আটক তরুণ আকিফ ই রাব্বি। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীতে আওয়ামী লীগের এক নেতার সঙ্গে ছবি থাকায় তরুণকে পুলিশে সোপর্দ করেছেন ছাত্রদলের এক নেতা। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহীর লোকনাথ স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

তরুণের নাম আকিফ-ই-রাব্বি (১৯)। বাবার নাম গোলাম নবী, বাড়ি নগরের সাগরপাড়া মহল্লায়। তিনি ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।

পুলিশের হাতে তুলে দেওয়ার আগে রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক লিমন ছাত্রলীগ কর্মী আকিফকে জিজ্ঞাসাবাদ করেন। লিমন এ সময় মোবাইল ফোন থেকে ভিডিও বের করে দেখান, যাতে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আকিফকে নগরের ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনির সঙ্গে দেখা যায়। এ ছাড়া ৫ আগস্ট রাজশাহীতে ছাত্র-জনতার ওপর দুই হাতে গুলি চালানো সন্ত্রাসী জহিরুল হক রুবেলের সঙ্গেও ছাত্রলীগ কর্মী আকিফের ছবি দেখান তিনি।

এ সময় ছাত্রদল নেতা এমদাদুল হক লিমন বলেন, ‘মেহেদী হাসান রনির সঙ্গে এই আকিফ ৪ ও ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলায় অংশ নিয়েছিল। এখনো রনির সঙ্গে যোগাযোগ রয়েছে তার।’

সন্ত্রাসী জহিরুল হক রুবেলের সঙ্গে আকিফ ই রাব্বির ছবি দেখান ছাত্রদল নেতা এমদাদুল হক লিমন। ছবি: আজকের পত্রিকা

ছাত্রদলের এই নেতা অভিযোগ করেন, ‘আমরা ছাত্রদল করি, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে কাউকে আমাদের ধরিয়ে দেওয়া লাগেনি। পুলিশই আমাদের খুঁজে খুঁজে গ্রেপ্তার করেছে। কিন্তু এখন ছাত্রলীগ ঘুরে বেড়াচ্ছে।’

নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, ‘আটক ছাত্রলীগ কর্মীকে থানায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলাকারী সবাইকেই গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর