হোম > সারা দেশ > রাজশাহী

সাংস্কৃতিক সন্ধ্যায় সরকারের সাফল্য নিয়ে স্বরচিত গান গাইলেন ইউএনও

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

দুর্গাপুর উপজেলার কার্যক্রম প্রচারে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় মঞ্চ মাতালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা। 

গতকাল শনিবার রাতে উপজেলার কার্যক্রমের প্রচারে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এ সময় কোভিড টিকা কার্যক্রমে সরকারের সাফল্য নিয়ে নিজের লেখা ও সুর করা গান গেয়ে শোনান ইউএনও সোহেল রানা। পুরো আয়োজনই মাতিয়ে রাখেন ইউএনও। 

ইউএনও সোহেল রানা মঞ্চে ওঠেন রাত ৯টায়। তবে দর্শকদের অনুরোধে পর্যায়ক্রমে গান পরিবেশনা করেন তিনি। দর্শকদের ভেতর থেকে একের পর এক গান শোনানোর অনুরোধ আসতে থাকলে দুই ধাপে মঞ্চে উঠে বেশ কয়েকটি গান শোনান ইউএনও। 

অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলেন ক্লোজআপ ওয়ান তারকা গামছা পলাশ। এ ছাড়া মঞ্চে গান গেয়েছেন পানানগর ইউপি চেয়ারম্যান আজাহার আলী ও উপজেলা শিশু একাডেমির শিল্পীরা। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভ দেবনাথ, পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অশোক কুমার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা রহুল আমিন, পল্লি উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব