দুর্গাপুর উপজেলার কার্যক্রম প্রচারে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় মঞ্চ মাতালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা।
গতকাল শনিবার রাতে উপজেলার কার্যক্রমের প্রচারে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এ সময় কোভিড টিকা কার্যক্রমে সরকারের সাফল্য নিয়ে নিজের লেখা ও সুর করা গান গেয়ে শোনান ইউএনও সোহেল রানা। পুরো আয়োজনই মাতিয়ে রাখেন ইউএনও।
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলেন ক্লোজআপ ওয়ান তারকা গামছা পলাশ। এ ছাড়া মঞ্চে গান গেয়েছেন পানানগর ইউপি চেয়ারম্যান আজাহার আলী ও উপজেলা শিশু একাডেমির শিল্পীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভ দেবনাথ, পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অশোক কুমার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা রহুল আমিন, পল্লি উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।