বগুড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা (৬৫) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল পৌনে ১০টার দিকে শহরের তিনমাথা রেলগেট এলাকার হাজি মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ওই বৃদ্ধের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) প্রকাশ চন্দ্র সরকার জানান, অজ্ঞাতনামা ওই বৃদ্ধ রেললাইনের পাশ দিয়ে হেঁটে পুরান বগুড়া এলাকা থেকে তিনমাথা দিকে যাচ্ছিলেন। এ সময় বোনারপাড়া থেকে ছেড়ে আসা সান্তাহারগামী একটি ট্রেন পেছন থেকে তাঁকে ধাক্কা দেয়। এতে ওই বৃদ্ধ রেললাইনের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।