হোম > সারা দেশ > রাজশাহী

স্বামীর সহযোগিতায় পাঁচ বন্ধু মিলে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে স্বামীর সহযোগিতায় এক গৃহবধূকে পাঁচ বন্ধু মিলে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। পর্নো সিনেমা তৈরি করতে ধর্ষণের ভিডিও ধারণ করে রাখা হয়েছে বলে দাবি করেছেন ওই গৃহবধূ। ঘটনাটি ঘটেছে নগরীর চন্দ্রিমা থানা এলাকায়। ওই গৃহবধূ আজ বৃহস্পতিবার দুপুরে চন্দ্রিমা থানায় গিয়ে স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। 

অভিযোগ পেয়ে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে। অন্যদের আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম। তিনি জানান, নগরীর শিরোইল এলাকায় স্বামীকে নিয়ে ভাড়া বাড়িতে থাকেন ওই নারী। ৭ জুলাই বেলা ১১টার দিকে জোর করে তাঁকে ঘুমের ওষুধ খাওয়ান স্বামী। পরে রাত ৯টার দিকে কফির সঙ্গে আবারও ঘুমের ওষুধ খাওয়ানো হয়। ওষুধ খাওয়ার ফলে অচেতন হয়ে পড়েন ওই গৃহবধূ। এরপর রাতে স্বামীসহ পাঁচজন মিলে গৃহবধূকে ধর্ষণ করেন এবং ধর্ষণের সম্পূর্ণ ভিডিও মোবাইল ফোনে ধারণ করেন। 

এসব ঘটনা কাউকে বললে ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখানো হয় গৃহবধূকে। ভয়ে গৃহবধূ কাউকে কিছু বলেননি। কিন্তু পর্নো ছবি করে সেটি দিয়ে অব্যাহত হুমকির কারণে তিনি অতিষ্ঠ হয়ে উঠেছেন। এতে বাধ্য হয়ে আচ থানায় গিয়ে ওই গৃহবধূ অভিযোগ করেন। 

ওসি বলেন, ওই ঘটনায় আটক একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে মামলা করার প্রক্রিয়া চলছে। মামলা করে ওই নারীকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর