হোম > সারা দেশ > রাজশাহী

ধর্ষণ মামলায় পলাতক আসামি পুঠিয়ার পৌর মেয়র বরগুনায় গ্রেপ্তার 

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 

অবশেষে গ্রেপ্তার হলেন ধর্ষণ মামলার আসামি রাজশাহীর পুঠিয়া পৌরসভার মেয়র ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন খান। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুঠিয়া থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম। তিনি বলেন, প্রযুক্তির মাধ্যমে বুধবার ভোররাতে বরগুনা জেলার একটি স্থান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী বলেন, ‘থানায় এক নারী ধর্ষণ মামলা দায়ের করেন। আর এর পর থেকে অভিযুক্ত আল মামুন খান পলাতক ছিলেন। আমরা তাঁকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করতে সক্ষম হই।’ 

ওসি আরও বলেন, ‘মেয়রকে গ্রেপ্তারে বিভিন্ন মাধ্যম ও বরগুনা থানার পুলিশ সহযোগিতা করেছে। গ্রেপ্তার আল মামুনকে বরগুনা থেকে পুঠিয়া থানায় আনা হচ্ছে। সন্ধ্যার পর অভিযুক্ত থানায় পৌঁছানোর পর সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।’ 

উল্লেখ্য, পুঠিয়া সদর এলাকার এক নারীকে (২৪) প্রথমে চাকরি দেওয়ার প্রলোভনে নিয়মিত ধর্ষণ করতেন। একপর্যায়ে তাঁর এই অনৈতিক কাজে রাজি না হওয়ায় মেয়রের লোকজন তাঁকে প্রাণনাশের হুমকি দেয়, যার কারণে গত ৫ সেপ্টেম্বর মেয়রের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন ওই ভুক্তভোগী। মামলা নম্বর-৬। 

অন্যদিকে গত বছরের শুরুতে দুর্গাপুর উপজেলার এক হাসপাতালের সেবিকাকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ করেন মামুন খান। এ ঘটায় ওই ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে ওই সেবিকা সন্তানের পিতৃপরিচয় দাবি করেন। এতে ক্ষিপ্ত হয়ে গত বছরের ১১ এপ্রিল মেয়রের লোকজন তাঁকে ব্যক্তিগত অফিসে তুলে এনে নির্যাতন করেন। খবর পেয়ে পুলিশ ওই সেবিকাকে মেয়রের চেম্বার থেকে উদ্ধার করে। পরে ওই রাতে ভুক্তভোগী বাদী হয়ে মেয়রকে আসামি করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা নম্বর-১৩। তারিখ ১১-০৪-২০২১। এ ঘটনার কিছুদিন পর আওয়ামী লীগের একজন শীর্ষ নেতার তদবিরে বিষয়টি রফাদফা করা হয়।

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত