হোম > সারা দেশ > রাজশাহী

রামেকের করোনা ইউনিটে আরও ৫ জনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাঁদের মৃত্যু হয়। হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রাজশাহীর দুজন এবং নওগাঁ, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জের একজন করে মারা গেছেন। এঁদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের রোগীর করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় কোভিড ইউনিটে মারা গেছেন। অন্য চারজন মারা গেছেন উপসর্গ নিয়ে। তাঁদের নমুনা পরীক্ষা হয়নি। 

মৃত পাঁচজনের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী। রামেক হাসপাতালের করোনা ইউনিটে চলতি মাসে এ নিয়ে ১৪৪ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছেন ৩০ জন। ছাড়পত্র পেয়েছেন ১৯ জন। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে মোট রোগী ছিলেন ১১৬ জন। 

এর মধ্যে রাজশাহীর ৫৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৭ জন, নাটোরের ১২ জন, নওগাঁর ১১ জন, পাবনার ১৪ জন, চুয়াডাঙ্গা তিনজন, কুষ্টিয়ার দুজন এবং মেহেরপুরের একজন করে রোগী ভর্তি ছিলেন। জেলার সিভিল সার্জনের কার্যালয়ের হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার জেলার ২৭৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১১ জনের করোনা পজিটিভ রিপোর্ট হয়েছে। সংক্রমণের হার ৩ দশমিক ৯৪ শতাংশ। 

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার